
'পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলা আ’লীগের পূর্ব পরিকল্পিত'
প্রকাশ: ১৩ মার্চ ২৩ । ১৩:৪২ | আপডেট: ১৩ মার্চ ২৩ । ১৪:০৪
ঠাকুরগাঁও প্রতিনিধি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলা আ’লীগের পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে নির্বাচন ব্যবস্থা নিয়ে বিএনপির আন্দোলন নৎসাৎ করতে আওয়ামীলীগ পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে বিএনপির উপর দোষারোপ করছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে সরকার ত্রাসের রাজনীতি কায়েম করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
সোমবার সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়াস্থ নিজ বাসভবন চত্বরে জেলা বিএনপি আয়োজিত এক বর্ধিত সভার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সরকারের অধীনে নির্বাচন না করার ইঙ্গিত দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে মির্জা ফখরুল বলেন, আ’লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে হরতাল করেছিল। লাঠি বৈঠা নিয়ে মানুষ পিটিয়ে হত্যা করেছিল।
তিনি বিচারপতি খায়রুল ইসলামকে দোষারোপ করে বলেন, আদালতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন, রাজনৈতিক অস্থিতিশীলতা এনেছেন।
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলার বিষয়ে বিএনপির সাবেক এমপি রুমিন ফারহানা ও হারুনের নামে তথ্যমন্ত্রীর বক্তব্য বানোয়াট দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,তথ্যমন্ত্রী যে অভিযোগ নিয়ে আমাদের দুইজন নেতার বিরুদ্ধে কথা বলেছেন সেটি মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। রুমিন ও হারুনের তেমন কোনো ফেসবুক আইডি নেই। ফেক আইডি খুলে এসব অপপ্রচার চালানো হয়েছে। তাছাড়া আওয়ামী লীগের জন্য এটা নতুন কোন কিছু নয়, ঘটনা ঘটাবে তারা আর দোষ দিবে আমাদের উপর- এটাই তারা করে থাকে।
মির্জা ফখরুল বলেন, এই সরকার গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে যতো রকমের অপপ্রচার চালানো যায় সেটা করে যাচ্ছে। পঞ্চগড়ের এই ঘটানার সঙ্গে এই সরকার সরাসরি জড়িত। এর দায়ভার সরকারকেই নিতে হবে। কিন্তু উল্টো সেখানে আমাদের যেসব নেতা সেখানে আছেন মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে।
পরে মির্জা ফখরুল জেলা বিএনপির বর্ধিত সভায় তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সরকার বিরোধী আন্দোলন বেগবান করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি সাবেক এমপি জাহিদুর রহমান, আল মামুন আলম প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com