
আহমেদাবাদ টেস্ট ড্র, ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া
প্রকাশ: ১৩ মার্চ ২৩ । ১৭:১৬ | আপডেট: ১৩ মার্চ ২৩ । ১৭:৩৯
স্পোর্টস ডেস্ক

সিরিজ শেষে কোহলি-স্মিথদের শুভেচ্ছা বিনিময়। ছবি: এএফপি
চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম তিন ম্যাচেই ফল হয়েছে। প্রথম দুটিতে ভারত এবং তৃতীয় ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ওই তিন টেস্টের কোনটিই পঞ্চম দিনে গড়ায়নি।
চতুর্থ টেস্ট পঞ্চম দিন শেষে দেখল ড্র। এর মধ্যে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পায়নি। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করায় ড্র হয়েছে টেস্ট। এতে করে ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে।
শেষ টেস্ট ড্র হওয়ার আগেই অবশ্য ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে। ফাইনালের লড়াইয়ে ছিল শ্রীলঙ্কা। তারা ইনিংসের শেষ বলে নিউজিল্যান্ডের বিপক্ষে হারায় টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠেছে ভারত। পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়াও। আগস্টে লর্ডসে শিরোপা নির্ধারণী ম্যাচে দুই দল মুখোমুখি হবে।

আহমেদবাদ টেস্টে টস জিতে ব্যাট করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৮০ রান তোলে। ওপেনার উসমান খাজা ১৮২ রানের ইনিংস খেলেন। ক্যামেরুন গ্রিনের ব্যাট থেকে আসে ১১৪ রানের ইনিংস। এছাড়া ম্যাথু হেড ৩২, স্টিভ স্মিথ ৩৮, নাথান লায়ন ৩৪ এবং টোড মারফি ৪১ রান করায় বড় ওই সংগ্রহ পায় অজিরা।
পাল্টা জবাব দেন ভারতীয় ব্যাটাররাও। অধিনায়ক ও ওপেনার রোহিত শর্মা ৩৫ রান করে ফিরে গেলেও শুভমন গিল খেলেন ১২৮ রানের ইনিংস। চেতেশ্বর পূজারার ব্যাট থেকে আসে ৪২। চারে নামা বিরাট কোহলি শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া রবিন্দ্র জাদেজা ২৮, শ্রীকর ভারত ৪৪ এবং অক্ষর প্যাটেল ৭৯ রানের ইনিংস খেলে দলকে ৯১ রানের লিড এনে দেন।
জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসে ম্যাথু হেড ৯০ রানের ইনিংস খেলেন। মার্নাস লাবুশানে ৬৩ এবং স্মিথ ১০ রান করে ইনিংস ঘোষণা করে দেন। ভারতের হয়ে প্রথম ইনিংসে অশ্বিন তুলে নেন ছয় উইকেট। অজিদের হয়ে লায়ন ও মারফি নিয়েছেন তিনটি করে উইকেট।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com