
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
রাদওয়ান মুজিব প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ১৩ মার্চ ২৩ । ১৮:০১ | আপডেট: ১৩ মার্চ ২৩ । ১৮:২২
সমকাল প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিভিশন থেকে নেওয়া ছবি
ঐতিহাসিক ৭ মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের বিষয়টি কোনো রাজনৈতিক চমক নয় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
সোমবার গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, রাদওয়ান মুজিব রাজনৈতিক কোনো উদ্দেশ্য নিয়ে সেখানে যাননি।
শেখ হাসিনা বলেন, আপনার দেখছেন, আমার পরিবারের সদস্যরা দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তারা গোপন অ্যাম্বিশন নিয়ে কাজ করেন না। রাজনৈতিক অভিলাষ নিয়ে কাজ করে না।
সদ্য সমাপ্ত কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নির্বাচন কমিশনকে অবাধ ও নিরপেক্ষ করে গড়ে তোলা হয়েছে।আওয়ামী লীগের আমলে ভোট চুরির সুযোগ নেই। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে উন্নয়ন হয় তা প্রমাণ করেছে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে; এটা তো আমাদেরই স্লোগান। জনগণের ভোট যাকে খুশি তাকে দিবে। আমাদের যে আন্দোলন আগাগোড়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য করেছি। জনগণের ভাতের অধিকার এবং ভোটের অধিকারের আন্দোলনও কিন্তু আমাদের করা। সেটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পেরেছি।
তিনি বলেন, আমি ১৯৯৬ সালে আমার সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে কৃষি গবেষণা উৎসাহিত করা, ২০০৯ সাল থেকে দেশব্যাপী মজবুত ও নিরাপদ ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা এবং একইসঙ্গে স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, জৈব প্রযুক্তি ইত্যাদি খাতে গবেষণা ও উদ্ভাবন উৎসাহিত করার লক্ষ্যে বিজ্ঞানসম্মত শিক্ষা, বৃত্তি, অনুদান প্রচলনসহ নানাবিধ উদ্যোগের কথা তুলে ধরি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com