চুরি করতে দেখে ফেলায় কনস্টেবলকে হত্যা, গ্রেপ্তার ২

প্রকাশ: ১৩ মার্চ ২৩ । ১৮:১৪ | আপডেট: ১৩ মার্চ ২৩ । ১৮:১৪

সিরাজগঞ্জ প্রতিনিধি

গ্রেপ্তার দুই আসামি

সিরাজগঞ্জের উল্লাপাড়ার নবগ্রামে পুলিশ কনস্টেবল মোয়াজ্জেম হোসেন হত্যার দু’সপ্তাহ পর রহস্য উন্মোচন হয়েছে। চুরির ঘটনা দেখে ফেলায় সংঘবদ্ধ দুই চোর তাঁকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় প্রযুক্তির সহায়তায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল আজ সোমবার জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলো উল্লাপাড়া পৌর সদরের কাওয়াক দক্ষিণ পাড়ার ওমর ফারুক ও জাহিদুল ইসলাম জাহিদ। এর মধ্যে আসামি ওমর ফারুক হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

জাহিদ মাদক পাচারের দায়ে আগেই গ্রেপ্তার হয়। কারাগারে থাকায় তাকে মামলায় শোন-অ্যারেস্ট দেখানো হয়। তাকেও আগামীতে রিমান্ডে এনে খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম ও ডিবির ওসি রওশন আলীর নেতৃত্বে এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি রাতে খুন হন উল্লাপাড়ার পুলিশ কনস্টেবল মোয়াজ্জেম হোসেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com