মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দপ্তরি গ্রেপ্তার

প্রকাশ: ১৩ মার্চ ২৩ । ২১:১২ | আপডেট: ১৩ মার্চ ২৩ । ২১:১২

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলায় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আজ সোমবার মাদ্রাসার দপ্তরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবদুল জলিলের বাড়ি শরীয়তপুরে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, চার দিন আগে মাদ্রাসায় ছাত্রীকে ধর্ষণ করে আবদুল জলিল। বিষয়টি কাউকে না জানাতে ওই ছাত্রীকে সে ভয়ভীতি দেখায়। তবে সোমবার দুপুরে ছাত্রী বিষয়টি অভিভাবকদের জানায়। এরপর মাদ্রাসায় গিয়ে বিস্তারিত জানার পর পুলিশে খবর দেন ছাত্রীর বাবা। পরে পুলিশ দপ্তরিকে গ্রেপ্তার করে।

শিশুটির বাবা জানান, গত তিন মাসে রাতের বেলা একা পেয়ে মাদ্রাসার আরও দুই শিক্ষার্থীকে ধর্ষণ করেছে দপ্তরি। তাদের অভিভাবকরা থানায় অভিযোগ দেবেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, শিশুটির বাবা মামলা করেছেন। আরও দুই ছাত্রী ও তাদের অভিভাবক থানায় এসেছেন। তাঁরা দপ্তরির বিরুদ্ধে বিভিন্ন সময় শ্লীলতাহানির অভিযোগ করেছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com