
ইন্দোরের উইকেট বাজে মানতে নারাজ ভারত, আইসিসিতে আপিল
প্রকাশ: ১৩ মার্চ ২৩ । ২২:৪৪ | আপডেট: ১৪ মার্চ ২৩ । ০৯:৩৬
স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল
বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হয়েছে ইন্দোরের হলকার স্টেডিয়ামে। ওই ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া এবং টেস্টটি তিন দিনে শেষ হয়ে যায়। যে কারণে ইন্দোরের উইকেটকে বাজে অ্যাখ্যা দিয়েছেন আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রডস।
তিনি তার প্রতিবেদনে বলেছেন, ইন্দোরের উইকেট অতিরিক্ত শুষ্ক। বোলিং এবং ব্যাটিংয়ের মধ্যে সেখানে কোন সামঞ্জস্য ছিল না। শুরু থেকেই স্পিনাররা বাড়তি সুবিধা পেয়েছে।
ইন্দোরের উইকেটকে তিনটি ডি মেরেটি পয়েন্টও দেওয়া হয়েছে। ওই ডি মেরিট পয়েন্ট পাঁচ বছর বহাল থাকবে। আইসিসির নিয়ম অনুযায়ী, এই সময়ের মধ্যে আর দুটি ডি মেরেটি পেলে সেখানে ১২ মাস আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকবে।
ডি মেরেট পয়েন্ট ১০ হয়ে গেলে ওই স্টেডিয়ামে দুই বছর কোন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে না। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইসিসির দেওয়া ওই বাজে অ্যাখ্যা ও ডি মেরিট পয়েন্ট মানতে নারাজ। সেজন্য তারা আইসিসির কাছে বিষয়টি নিয়ে আপিল করেছে।
ম্যাচ শেষ হওয়ার এক ঘণ্টা পরেই উইকেটকে বাজে অ্যাখ্যা দেওয়ায় সংবাদ মাধ্যমকে বিসিসিআই সূত্র জানিয়েছে, ইন্দোরের উইকেটকে নির্ধারিত মানের চেয়ে কম অ্যাখ্যা দেওয়ায় তাদের আপিল করার সুযোগ ছিল। সেজন্য তারা আপিল করেছেন। বিসিসিআই-এর অভিযোগের প্রেক্ষিতে আইসিসির দুই সদস্যের কমিটি বিষয়টি খতিয়ে দেখবে। এর আগে রাওয়ালপিন্ডির উইকেটকে বাজে অ্যাখ্যা দেওয়া হলেও পিসিবি আপিল করায় তা তদন্ত করে প্রত্যাহার করেছে আইসিসি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com