
করোনায় বিদেশ ফেরত প্রবাসীদের ডাটাবেইজ হচ্ছে
প্রকাশ: ১৪ মার্চ ২৩ । ০০:০০ | আপডেট: ১৪ মার্চ ২৩ । ১০:৩৬ | প্রিন্ট সংস্করণ
সমকাল প্রতিবেদক

করোনার সময় বিদেশ থেকে দেশে ফেরাদের কোনো ডাটাবেজ না থাকায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহজ শর্তের ও কম সুদের তহবিল থেকে অর্থায়নে সমস্যা হচ্ছে। এখন এনজিওদের সহায়তায় এ ধরনের শ্রমিকদের একটি তথ্যভান্ডার করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার অর্থায়নকারী সংস্থা এডিবি, প্রবাসীদের নিয়ে কাজ করা আটটি বেসরকারি সংস্থা (এনজিও), ঋণ বিতরণ চুক্তিতে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এ বিষয়ে বৈঠক হয়।
বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, করোনার ফলে অর্থনৈতিক যে প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়েছে, তার প্রভাব কাটিয়ে উঠতে কুটিরশিল্প এবং ক্ষুদ্র ও ছোট ব্যবসার অর্থ সংগ্রহে সরকারকে ১৫ কোটি ডলার ঋণ সুবিধা দিয়েছে এডিবি। এখান থেকে মাত্র সাড়ে ৫ শতাংশ সুদে ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। এর আওতায় বিদেশফেরত প্রবাসী, ১৮ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে বেকার যুবক ও নারী উদ্যোক্তা এবং ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাইরের গ্রামীণ উদ্যোক্তাদের ঋণ দেওয়ার কথা। প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।
বৈঠকে জানানো হয়, এ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ৯৯ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা সম্ভব হয়েছে। চলতি অর্থবছরে ৪৬০ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ২৮৬ কোটি টাকা বিতরণ হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com