
বাংলাদেশের লক্ষ্য অর্জনে পাশে থাকবে এডিবি: মাসাতসুগু আসাকাওয়া
প্রকাশ: ১৪ মার্চ ২৩ । ১৬:০৫ | আপডেট: ১৪ মার্চ ২৩ । ১৬:০৭
সমকাল প্রতিবেদক

বাংলাদেশ ও এডিবির ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এডিবি প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া। ছবি- এডিবির ওয়েবসাইট থেকে নেওয়া।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেছেন, ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে বাংলাদেশের পাশে থাকবে এডিবি। বাংলাদেশের লক্ষ্য অর্জনে মূল উন্নয়নকে অগ্রাধিকার দিতে আর্থিক সহায়তা বাড়াতে এডিবি প্রতিশ্রুতিবদ্ধ।
আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ ও এডিবির ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এডিবি প্রেসিডেন্ট। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুম হলে আয়োজিত ওই অনুষ্ঠানের পর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। সেখানে তিনি এ কথা বলেন। এডিবির ওয়েবসাইট থেকে এ খবর জানা গেছে।
এডিবি প্রেসিডেন্ট বলেন, আরও সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে বাংলাদেশকে আরও বড় আকারে সহায়তা করতে এডিবি প্রস্তুত আছে।
এর আগে ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এডিবিকে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত উন্নয়ন সহযোগী বলে উল্লেখ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ৫০ বছরে আমাদের উন্নয়নে এডিবির বিশেষ সহযোগিতা রয়েছে। তিনি এডিবির উদার সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
গত এক দশকে বাংলাদেশে এডিবির সহযোগিতা প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে জানিয়েছেন তিনি বলেন, বর্তমানে এডিবির ক্রমবর্ধমান অবদান দাঁড়িয়েছে ২৮ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে। এডিবির পোর্টফোলিওতে বাংলাদেশ এখন তৃতীয় বৃহত্তম গ্রাহক। এডিবির আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় বর্তমানে বাংলাদেশে ৫৪টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
এশীয় উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চরম দারিদ্র্য দূরীকরণের প্রচেষ্টা অব্যাহত রেখে সমৃদ্ধ অর্থনীতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com