পঞ্চগড়ে তাণ্ডব: আরও দুই মামলা, গ্রেপ্তার ৩

প্রকাশ: ১৪ মার্চ ২৩ । ১৯:৪২ | আপডেট: ১৪ মার্চ ২৩ । ১৯:৪২

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে সংঘর্ষের সময়- ফাইল ছবি

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও দুটি মামলা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্ষতিগ্রস্তরা সোমবার রাতে মামলা দুটি করেন। এ নিয়ে মোট ২৫টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১৯৩ জনকে।

পঞ্চগড় সদর থানায় ২০টি ও বোদা থানায় ৫টি মামলা করা হয়। এসব মামলায় ১৫ হাজারের মতো অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এদিকে, ক্ষতিগ্রস্তরা কেউ ঘরে ফেরেননি। তাঁদের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। আহমদিয়া সম্প্রদায়ের দুটি মসজিদ, তাদের অফিস ও সালানা জলসা মাঠে গাদাগাদি করে বসবাস করছেন তাঁরা। সেখানেই তাঁদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আহমদনগরসহ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে। জেলা শহরেও পুলিশ টহল দিচ্ছে।

পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন দুইটি মামলা এবং আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত সর্বশেষ ২৫ মামলায় গ্রেপ্তার করা হয় ১৯৩ জনকে। ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় সরাসরি জড়িতদেরই গ্রেপ্তার করা হচ্ছে। বর্তমানে সর্বত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। তবে আমহদিয়া সম্প্রদায়সহ শহরে অতিরিক্তি পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com