
চট্রগ্রাম কলেজের ৮২’ ব্যাচ বন্ধু সম্মিলন
প্রকাশ: ১৫ মার্চ ২৩ । ০৬:০১ | আপডেট: ১৫ মার্চ ২৩ । ০৬:০১
সমকাল প্রতিবেদক
-samakal-64110ac051475.jpg)
ছবি: সংগৃহীত
রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন রুফটফ রেস্তোরাঁয় চট্রগ্রাম কলেজ ‘৮২ ব্যাচের বন্ধু সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৪টা থেকে এই পুনর্মিলনীতে ৭০ জনের বেশি কলেজ বন্ধুরা মিলিত হয়েছিলেন। কলেজ জীবনের পর বিভিন্ন প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়া এসব ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিন পর সাক্ষাত হয়। কাজের সূত্রে চিকিৎসক, প্রকৌশলী, চাকরি ও ব্যবসাসহ তারা বিভিন্ন জায়গায় বিস্তৃত। প্রায় চল্লিশ বছর পর পর্যটন রুফটপ রেস্তোরাঁয় রোববার বিকেলে তাদের মিলন মেলা হয়।
বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সবাই আড্ডায় মেতে ওঠেন। পুরনো বন্ধুরা অনেকদিন পর একসঙ্গে হয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। হাস্যমধুর কোলাহলে স্মৃতিচারণ ও হাসি-ঠাট্টায় একটি স্বরণীয় দিন তারা উদযাপন করেন। ডিজি জসীম ও ডা: জাহিদের সঞ্চালনায় ডা. আকরাম, শিপার, এডমিন সেলিম, অপু, কবি ইউসুফ রেজা, অধ্যক্ষ ডলি, ইমরান, এনামুল কাদের, ডিজি সেলিনা,শাহিন, রিয়ার এডমিরাল মোজাম্মেল, আমেনা শাহিন প্রমুখের স্মৃতিচারণে আনন্দমুখর হয়ে উঠে বন্ধু মিলনটি। মনে হচ্ছিল এ যেন ফেলে আসা ৮২ যা চট্রগ্রাম কলেজের লিচুতলার আড্ডার মতো।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com