
বাংলাদেশে কোম্পানি বন্ধ করল মাহিন্দ্রা, ব্যবসা চালু থাকবে
প্রকাশ: ১৫ মার্চ ২৩ । ১২:০৭ | আপডেট: ১৬ মার্চ ২৩ । ১০:৩৯
সমকাল প্রতিবেদক

মাহিন্দ্রার লোগো
ভারতভিত্তিক গাড়ি নির্মাতা কোম্পানি মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা (এমএন্ডএম) বাংলাদেশে ব্যবসার জন্য মাহিন্দ্রা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামে যে সহযোগী কোম্পানি গঠন করেছিল, তা বন্ধ করে দিয়েছে। গত মঙ্গলবার এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে কোম্পানিটি বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে না। বাংলাদেশে মাহিন্দ্রার কান্ট্রি প্রধান রবিন দাশ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার ভারতের ইকোনোমিক টাইমসসহ সেদেশের কয়েকটি গণমাধ্যম মাহিন্দ্রা কর্তৃপক্ষকে উদ্বৃত করে প্রকাশিত খবরে জানায় বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে মাহিন্দ্রা। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশে মাহিন্দ্রার প্রধান বলেন, ‘কোম্পানি বন্ধ হলেও বাংলাদেশি র্যাংকন, র্যাংগস এবং কর্নফুলী নামক পরিবেশকের মাধ্যমে এর পণ্য বিক্রি এবং বিক্রয়োত্তর সেবা প্রদান আগের মতো অব্যাহত আছে এবং থাকবে। র্যাংকনের এক কর্মকর্তাও সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশে মাহিন্দ্রার পিকআপ, ট্রাক্টর বেশ জনপ্রিয়।’
রবিন দাশ আরও বলেন, ‘ভিন্ন ব্যবসায়িক পরিকল্পনা থেকে চার বছর আগে মাহিন্দ্রা বাংলাদেশ লিমিটেড নামে কোম্পানি গঠন করা হয়। তবে এর কোনো ব্যবসায়িক কার্যক্রম ছিল না। পরিবেশকদের মাধ্যমেই পণ্য বিক্রি করা হতো, এখনও আছে এবং ভবিষ্যতেও তা চালু থাকবে।’
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশে গত এক বছর কোনো আয় না থাকায় স্বেচ্ছায় মাহিন্দ্রা বাংলাদেশ নামক কোম্পানি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয় এর শেয়ারহোল্ডাররা। গত বছরের ১৪ সেপ্টেম্বর স্বেচ্ছায় কোম্পানি বন্ধ করার ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় অবসায়ক নিয়োগেরও সিদ্ধান্ত হয়। আইনি প্রক্রিয়া শেষে গত মঙ্গলবার থেকে কোম্পানিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রবিন দাশ বলেন, ব্যবসা গুটিয়ে নিচ্ছে মর্মে কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। বাংলাদেশে তাদের ৫০ হাজারের বেশি গ্রাহক রয়েছে। তাদের বিক্রয়োত্তর সেবা দেওয়ার ব্যাপার আছে। তাদের উদ্দেশ্যে তার বার্তা হলো, বিক্রয় এবং বিক্রয়োত্তর সেবা চালু আছে।
২০২২ সালের ৩১ মার্চের হিসাব অনুযায়ী মাহিন্দ্রা বাংলাদেশের মোট সম্পদ মূল্য ছিল তিন কোটি ১৮ লাখ রূপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি টাকা। এ সম্পদ অবশ্য মূল কোম্পানি মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রার মোট সম্পদের মাত্র শূন্য দশমিক শূন্য ১ শতাংশ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com