
ব্যবসায়িকবান্ধব পরিবেশ তৈরি করতে চায় ইনভেস্টর ক্লাব
প্রকাশ: ১৫ মার্চ ২৩ । ১৩:৩১ | আপডেট: ১৫ মার্চ ২৩ । ১৩:৩১
সমকাল প্রতিবেদক

আয়োজনে যোগ দেন দেশের ১২০ জনের বেশি উদ্যোক্তা এবং বিনিয়োগকারী।
উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য ব্যবসায়িকবান্ধব পরিবেশ তৈরি করতে গঠন করা হয়েছে ফেসবুকভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম স্বেচ্ছাসেবী সংগঠন ইনভেস্টর ক্লাব বাংলাদেশ (আইসিবি)। বিনিয়োগকারীদের সুবিধার্থে গঠিত ক্লাবটির প্রথম মিটআপ এবং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা এই মিলনমেলায় ব্যবসা সহায়ক আইন, একাউন্টস, ফাইন্যান্স, ভ্যাট এবং ট্যাক্স বিষয়ক কর্মশালায় অংশ নেন।
আজ বুধবার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার রাতে রাজধানীর কাওরান বাজারের বিটিএমসি ভবনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই আয়োজনে যোগ দেন দেশের ১২০ জনের বেশি উদ্যোক্তা এবং বিনিয়োগকারী।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা জানিয়ে আইসিবি গ্রুপ অ্যাডমিন লায়ন মো. কাওসার বলেন, আমরা স্বপ্রণোদিত হয়ে দেশীয় উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের সংযোগ স্থাপন করে দিচ্ছি এই ক্লাবের মাধ্যমে। যেখানে একজন উদ্যোক্তা খুব সহজেই তার ব্যবসায়িক পার্টনার অথবা বিনিয়োগকারী খুঁজে নিতে পারেন। গ্রুপের অ্যাডমিন ও মডারেটররা এসব কাজ করে থাকেন সেচ্ছাসেবী হিসেবে।
গ্রুপের আরেকজন এডমিন শাহনেওয়াজ খান বলেন, উদ্যোক্তাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং ব্যবসা সম্প্রসারণে একনিষ্ঠভাবে কাজ করে যাবে আইসিবি।
অনুষ্ঠানে আইসিবি গ্রুপের মাধ্যমে বিনিয়োগ পাওয়া কয়েকজন উদ্যোক্তা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং যারা বিনিয়োগ সংগ্রহ করতে চান তাদের নানা পরামর্শ দেন। এছাড়া অনুষ্ঠানে আগত কয়েকজন বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক কর্তাব্যক্তি আইসিবির মাধ্যমে ভালো ও লাভজনক উদ্যোগে বিনিয়োগের আশ্বাস দেন। অনুষ্ঠানের একটি পর্বে বিনিয়োগ আহ্বান জানিয়ে কয়েকটি প্রকল্প উপস্থাপন করা হয়, যেগুলোতে বিনিয়োগকারীরা বেশ আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে সকলকে সার্টিফিকেট এবং বিশেষ অবদানের জন্য ক্রেস্ট প্রদান করা হয়। ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com