ফেনীতে সাংবাদিক এবিএম মূসার নামে সেতু উদ্বোধন

প্রকাশ: ১৫ মার্চ ২৩ । ১৫:১৪ | আপডেট: ১৫ মার্চ ২৩ । ২০:৫৪

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি

গত সোমবার উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামে এ সেতুর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার- সমকাল

ফেনীর ফুলগাজী উপজেলার হাজীর ভাগনায় সাংবাদিক এবিএম মূসার নামে একটি সেতু উদ্বোধন করা হয়েছে। গত সোমবার উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামে এ সেতুর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা দেশে বৈপ্লবিক উন্নয়ন হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পৈত্রিক এলাকা ফেনীতেও ব্যাপক উন্নয়ন করেছেন। এ বিশাল সেতু নির্মাণই তার জ্বলন্ত প্রমাণ।

ফুলগাজী উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল আলম আজমীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত সাংবাদিক এবিএম মূসার মেয়ে মরিয়ম মূসা, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক লোটন একরাম, স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ আল ফারুক, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম, জেলা জাসদের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার ও নুরুল আমিন প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সামছুল আলম ভুঞা রাশেদ।

এ সময় বক্তারা হাজি ফানাউল্লাহর জলাশয়কে ঘিরে একটি পর্যটন স্পট গড়ে তোলার দাবি জানান। ২০১৭ সালের শেষের দিকে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ কাজ শুরু করে। সেতুটি নির্মাণের ফলে ফুলগাজী উপজেলাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ও স্বপ্নের বাস্তবায়ন হলো।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com