জ্যোতিকা জ্যোতি কখনো এতো ভালোবাসা পাননি!

প্রকাশ: ১৫ মার্চ ২৩ । ১৯:৩৪ | আপডেট: ১৫ মার্চ ২৩ । ১৯:৩৪

বিনোদন প্রতিবেদক

জ্যোতিকা জ্যোতি

অভিনেত্রী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পেয়েছেন।  সোমবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয় এ তথ্য। চুক্তিভিত্তিক দুই বছরের জন্য তাকে একাডেমির পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করে জ্যোতি বলেন, ‘এত ভালোবাসায় ভাসিনি কখনো! এ আমার পরম পাওয়া। শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে আমার নিয়োগের রাষ্ট্রীয় প্রজ্ঞাপন বের হবার পর থেকে দেশের আনাচে-কানাচে, আমার নিজের এলাকা ও বিদেশ থেকে অগণিত মানুষের শুভেচ্ছায় সিক্ত হচ্ছি আমি। এই শুভেচ্ছা আমার পাথেয় হয়ে থাকবে- আমি অভিভূত! মানুষের ভালোবাসা আর এত বড় দায়িত্বের চাপ আমাকে নতুন করে অনেককিছু ভাবাচ্ছে।’

তিনি আরো বলেন, গতকাল একটু ব্যস্ত সময় পার করতে হয়েছে মন্ত্রণালয়ে। প্রচুর ফোনকল পেয়েছি। ফোন হ্যাং হয়েছে কয়েকবার। চার্জ করতে হয়েছে কয়েকবার। আমি অনেকের কল ধরতে পারিনি, মেসেজের রিপ্লাই করতে পারিনি। প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে বিভিন্ন মাধ্যমে উইশ করেছেন। কৃতজ্ঞতা প্রতিটি মিডিয়ার প্রতি যারা আমার কাজ ও আমাকে ভালোবেসে প্রচার করছেন। আপনাদের এই উৎসাহ আমার দায়িত্ব পালনে এবং বাংলাদেশের সংস্কৃতির বিকাশে আমার পথচলায় দারুণ শক্তি যোগাবে।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক পদে রয়েছেন লিয়াকত আলী লাকী। পরিচালক পদে থাকেন চার জন। আগামী দুই বছরের জন্য এই চার জনের একজন হিসেবে কাজ করবেন জ্যোতি। তবে তার কোন দায়িত্ব সেটি এখনও বণ্টন হয়নি। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com