
বার্নাব্যুতে লিভারপুলের মিশন ইম্পসিবল
প্রকাশ: ১৫ মার্চ ২৩ । ০০:০০ | আপডেট: ১৫ মার্চ ২৩ । ১৯:৩৭ | প্রিন্ট সংস্করণ
স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল
তিন সপ্তাহ আগে এনফিল্ডে ৫-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কার্যত এক পা দিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপও সাফ জানিয়ে দিয়েছেন, তাদের আর সুযোগ নেই।
তবে দলটা লিভারপুল বলেই এত সহজে শেষ বলা যায় না। এই তো সেদিন ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। তিন দিন পর রেলিগেশন লড়াইয়ে থাকা বোর্নমাউথের কাছে আবার হেরে গেছে তারা। তাই আজ সান্টিয়াগো বার্নাব্যুতে চমকের দেখা মিলতেও পারে।
২০১৮-১৯ মৌসুমে গ্রুপ পর্যায়ে সিএসকে মস্কোর কাছে ৩-০ গোলে হেরেছিল স্প্যানিশ জায়ান্টরা। ওই মৌসুমেই বার্নাব্যুতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে এরিক টেন হাগের আয়াপের কাছে ৪-১ গোলে হেরে বাদ পড়েছিল তারা। লিভারপুল কী পারবে আয়াপ হয়ে উঠতে? ইতিহাস কিন্তু লিভারপুলের পক্ষে না। তারপরও অলরেড সমর্থকরা ২০০৯ সালে ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে ৪-০ গোলের স্মৃতি থেকে অনুপ্রেরণা খুঁজছেন।
বার্নাব্যুতে আজ ইতিহাস গড়তে হলে মূল ভূমিকা নিতে হবে লিভারপুলের আক্রমণভাগকে। মোহামেদ সালাহ, কোডি গ্যাকপো ও ডারউইন নুনেজ– এ তিন স্ট্রাইকারকেই জ্বলে উঠতে হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com