ভিডিও ছড়ানোর হুমকি, ক্ষোভে তরুণীর আত্মহত্যা

প্রকাশ: ১৫ মার্চ ২৩ । ২২:৫২ | আপডেট: ১৫ মার্চ ২৩ । ২২:৫২

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ছবি: প্রতীকী

বখাটেরা ফেসবুকে অশ্লীল ভিডিও ছড়ানোর হুমকি দেওয়ায় ফেনীর দাগনভূঞার রামানন্দপুর গ্রামে বিবি হাজেরা নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। 

মেয়েটির পরিবার জানায়, হাজেরা দাগনভূঞার ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের ছাত্রী। তাঁর বিয়ের কথা চলছিল। সোনাগাজী উপজেলার চর মজলিসপুর গ্রামের ব্যাপারি বাড়ির জাকের হোসেনের ছেলে জাহিদ হোসেন প্রিন্স প্রায়ই হাজেরাকে উত্যক্ত করত। গত সোমবার রাতে প্রিন্স ২/৩ জন সহযোগীকে নিয়ে হাজেরার বাড়িতে গিয়ে ফেসবুকে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা হাজেরাকে বকাঝকা করে।

এক পর্যায়ে রাতে ক্ষোভে হাজেরা নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে আজ বুধবার পারিবারিক কবরস্থানে হাজেরাকে দাফন করা হয়। 

এ ঘটনায় হাজেরার ভাই ফখরুল ইসলাম দাগনভূঞা থানায় প্রিন্সের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা করেছেন। থানার ওসি হাসান ইমাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com