
পৃথক কর্মসূচি পালন
জাবি ছাত্রলীগে বিভক্তির গুঞ্জন
প্রকাশ: ১৫ মার্চ ২৩ । ২৩:০০ | আপডেট: ১৫ মার্চ ২৩ । ২৩:০০
জাবি প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হল থেকে শাখা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ হোসেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আর-রাফি চৌধুরী, সহসভাপতি আব্দুল্লাহ আকাশ, মীর মশাররফ হোসেন হল থেকে সহসভাপতি প্রীতম আরিফ, শহীদ সালাম-বরকত হল থেকে সহসভাপতি রাতুল রায় ধ্রুব ও আল বেরুনী হল থেকে সহসভাপতি এনামুর রহমান এনাম অনুসারীদের নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় অবরোধ করেন।
এ বিষয়ে আর-রাফি চৌধুরী বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি যেন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে থাকতে না পারে, সে জন্য আমরা পরীক্ষা নিয়ন্ত্রক অফিস ঘেরাও করেছি। এ বিষয়ে বহুবার বললেও সংগঠন কানে তোলেনি। এ জন্য কর্মসূচি পালনে বাধ্য হয়েছি।’
এদিকে, দুপুরে নতুন প্রশাসনিক ভবন অবরোধ করেন শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের অনুসারীরা। তাঁদেরও দাবি একই। এ সময় আন্দোলনকারীরা প্রক্টরের পদত্যাগও দাবি করেন।
হঠাৎ পৃথকভাবে কর্মসূচি পালনের ঘটনায় গুঞ্জন ওঠে, শাখা ছাত্রলীগে বিভক্তি ছড়িয়ে পড়েছে। যদিও এ বিষয়ে কোনো পক্ষ মুখ খোলেনি।
সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির নিয়োগ ঠেকাতে আমরা তৎপর। উপাচার্যের সঙ্গে কথা বলে এ ধরনের নিয়োগ বন্ধের জন্যই অবরোধ করেছি। তবে শাখা ছাত্রলীগের অন্য অংশের কর্মসূচি পালনের বিষয়ে তিনি অবহিত নন বলে জানান।
প্রক্টর আ স ম ফিরোজ আল হাসান বলেন, ‘আমরা ছাত্রলীগের দাবি-দাওয়া শুনেছি। আলোচনা করে সমাধান বের করা হবে।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com