পৃথক কর্মসূচি পালন

জাবি ছাত্রলীগে বিভক্তির গুঞ্জন

প্রকাশ: ১৫ মার্চ ২৩ । ২৩:০০ | আপডেট: ১৫ মার্চ ২৩ । ২৩:০০

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আজ বুধবার পৃথকভাবে কর্মসূচি পালন করেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে তালা ঝুলিয়ে অবরোধ কর্মসূচি পালন করে একাংশ। এরপর দুপুরে নতুন প্রশাসনিক ভবন অবরোধ করেন অন্য অংশের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হল থেকে শাখা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ হোসেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আর-রাফি চৌধুরী, সহসভাপতি আব্দুল্লাহ আকাশ, মীর মশাররফ হোসেন হল থেকে সহসভাপতি প্রীতম আরিফ, শহীদ সালাম-বরকত হল থেকে সহসভাপতি রাতুল রায় ধ্রুব ও আল বেরুনী হল থেকে সহসভাপতি এনামুর রহমান এনাম অনুসারীদের নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় অবরোধ করেন।

এ বিষয়ে আর-রাফি চৌধুরী বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি যেন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে থাকতে না পারে, সে জন্য আমরা পরীক্ষা নিয়ন্ত্রক অফিস ঘেরাও করেছি। এ বিষয়ে বহুবার বললেও সংগঠন কানে তোলেনি। এ জন্য কর্মসূচি পালনে বাধ্য হয়েছি।’

এদিকে, দুপুরে নতুন প্রশাসনিক ভবন অবরোধ করেন শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের অনুসারীরা। তাঁদেরও দাবি একই। এ সময় আন্দোলনকারীরা প্রক্টরের পদত্যাগও দাবি করেন।

হঠাৎ পৃথকভাবে কর্মসূচি পালনের ঘটনায় গুঞ্জন ওঠে, শাখা ছাত্রলীগে বিভক্তি ছড়িয়ে পড়েছে। যদিও এ বিষয়ে কোনো পক্ষ মুখ খোলেনি।

সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির নিয়োগ ঠেকাতে আমরা তৎপর। উপাচার্যের সঙ্গে কথা বলে এ ধরনের নিয়োগ বন্ধের জন্যই অবরোধ করেছি। তবে শাখা ছাত্রলীগের অন্য অংশের কর্মসূচি পালনের বিষয়ে তিনি অবহিত নন বলে জানান।

প্রক্টর আ স ম ফিরোজ আল হাসান বলেন, ‘আমরা ছাত্রলীগের দাবি-দাওয়া শুনেছি। আলোচনা করে সমাধান বের করা হবে।’

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com