দৌলতপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

প্রকাশ: ১৬ মার্চ ২৩ । ১২:৪৩ | আপডেট: ১৬ মার্চ ২৩ । ১২:৪৫

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

নিহত ইউপি সদস্য মো. কাজল আলী। ছবি: সমকাল

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মো. কাজল আলী (৪০) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিহত কাজল দৌলতপুর পোষ্ট অফিস পাড়ার মৃত সুন্নত মণ্ডলের ছেলে। তিনি দৌলতপুর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। 

পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত কাজল আলীর সঙ্গে স্থানীয় বাসিন্দা মাবুদ আলীর বিরোধ ছিল। ইউপি সদস্য কাজল বুধবার সন্ধ্যায় মাবুদের বাড়ির সামনে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে মাবুদ হাঁসুয়া দিয়ে কাজলকে কুপিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। 

দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিউল ইসলাম মহি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিহতের মরদেহ দাফনের প্রক্রিয়া চলছে। 

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ জানান, এ ঘটনায় নিহতের ভাতিজা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মাবুদের স্ত্রী রাশেদাকে সকালে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। 


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com