সরকার নির্বাচনের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে: বাম জোট

প্রকাশ: ১৬ মার্চ ২৩ । ১৭:০৫ | আপডেট: ১৬ মার্চ ২৩ । ১৭:০৫

সমকাল প্রতিবেদক

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে পুলিশি তাণ্ডব ও সাংবাদিক-আইনজীবীদের ওপর হামলা-নির্যাতনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

নেতারা বলেছেন, বর্তমান সরকার দেশের জাতীয় ও স্থানীয় নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে। এমনকি এফবিসিসিআই, কৃষিবিদ ইন্সটিটিউশন, বিএমএ ও ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনসহ সকল পেশাজীবী সংগঠনে সরকারদলীয় লোকদের মনোনয়ন দিয়ে সিলেকশনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে। সুপ্রিমকোর্টের আইনজীবী সমিতির নির্বাচনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী সরকার নির্বাচনের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় বাসদ কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতারা এসব কথা বলেন।

বাম জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, মোশারফ হোসেন নান্নু, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহিদুল ইসলাম সবুজ এবং সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল সিকদার প্রমুখ।

সভার প্রস্তাবে সুপ্রিমকোর্টের ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতি ও সরকারের প্রতি দাবি জানিয়ে বলা হয়, পুলিশি হামলা, সাংবাদিক-আইনজীবীদের আহত করার ঘটনার দায় সরকার ও আদালতের অভিভাবক হিসেবে প্রধান বিচারপতিও এড়াতে পারেন না।

আরেক প্রস্তাবে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুসহ বিভিন্ন দাবিতে আগামী শনিবার ঢাকার শাহবাগে বাম জোটের ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করতে জোটের শরীক দলগুলোর নেতাকর্মী এবং সর্বস্তরের গণতন্ত্রপ্রিয় জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com