ইউক্রেনকে এক ডজন যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের

প্রকাশ: ১৬ মার্চ ২৩ । ১৯:২৯ | আপডেট: ১৬ মার্চ ২৩ । ১৯:৩৫

অনলাইন ডেস্ক

ইউক্রেনের অব্যাহত অনুরোধের মুখে দেশটিকে এক ডজন মিগ-২৯ যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনা করছে পোল্যান্ড।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বৃহস্পতিবার এই পরিকল্পনার কথা জানান বলে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকেই ন্যাটো জোটভুক্ত দেশগুলোর কাছে যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ জানিয়ে আসছে কিয়েভ। পরিকল্পনা অনুযায়ী পোল্যান্ড ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করলে তা হবে ন্যাটো জোটভুক্ত কোনো দেশের এ ধরনের প্রথম পদক্ষেপ।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জানান, পোল্যান্ড আগামী কিছু দিনের মধ্যে সোভিয়েত-নির্মিত চারটি মিগ-২৯ যুদ্ধবিমান ইউক্রেনের কাছে হস্তান্তর করবে।

বাকি যুদ্ধবিমানগুলোর অবস্থা পরীক্ষার করা দরকার জানিয়ে তিনি বলেন, পরীক্ষার পর বাকি যুদ্ধবিমানগুলো হস্তান্তর করা হবে।

ন্যাটো জোটভুক্ত অন্য দেশগুলোও একই ধরনের পদক্ষেপ নেবে কিনা সে বিষয়ে অবশ্য কিছু বলেননি প্রেসিডেন্ট দুদা, যদিও স্লোভাকিয়া বলেছে, তারা যে মিগ যুদ্ধবিমানগুলো আর ব্যবহার করছে না সেগুলো ইউক্রেনে পাঠাতে পারে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com