সরকার দেশের ভবিষ্যৎ লুণ্ঠন করছে: আ স ম রব

প্রকাশ: ১৬ মার্চ ২৩ । ১৯:৫৪ | আপডেট: ১৬ মার্চ ২৩ । ১৯:৫৪

সমকাল প্রতিবেদক

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন জেএসডি সভাপতি। ছবি-সমকাল

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিদ্যমান অসাংবিধানিক সরকার আইনের শাসন বিহীন দেশ পরিচালনা করতে গিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশকে শুধু দেউলিয়াই করছে না দেশের ভবিষ্যৎও লুণ্ঠন করছে। গণমানুষের বাস্তবতার সঙ্গে সম্পর্ক বিহীন অপরিকল্পিত উন্নয়নের নামে বৈদেশিক ঋণে যে উন্নয়ন ও কর্মসংস্থানের পরিকল্পনা করা হয়েছে তা অত্যন্ত ভঙ্গুর, এই ভঙ্গুরতা জাতীয় অর্থনীতিকে একটি অনিবার্য সংকটের দিকে নিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার পল্টন মোড়ে জেএসডি ঢাকা মহানগর শাখার উদ্যোগে জাতীয় সরকারের দাবিতে এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে তিনি এসব কথা বলেন। মিছিলটি পল্টন, দৈনিক বাংলা মোড়, মতিঝিল হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

আ স ম আবদুর রব বলেন, মুক্তিযুদ্ধের রাষ্ট্রে অনির্বাচিত বা অসাংবিধানিক সরকার ক্ষমতায় থাকতে পারবে না। সরকারের অহমিকা অভ্যন্তরীণ ও ভূ-রাজনীতি বিপজ্জনক হয়ে উঠেছে। এই সরকারের অপসারণ প্রজাতন্ত্রের জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা এবং সংবিধান ও রাষ্ট্র সংস্কারের প্রয়োজনেই জাতীয় সরকার অনিবার্য হয়ে পড়েছে।

জেএসডি ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহ সভাপতি তানিয়া রব, সহ-সভাপতি অ্যাডভোকেট কে এম জাবির প্রমুখ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com