চিনির এলসিতে অগ্রাধিকার চায় বাণিজ্য মন্ত্রণালয়

প্রকাশ: ১৬ মার্চ ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

সমকাল প্রতিবেদক

চলমান ডলার সংকটে গত তিন মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চিনি আমদানি কমে গেছে। এ অবস্থায় আসন্ন রোজায় চিনির চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত ও বাজার স্থিতিশীল রাখতে চিনি আমদানিকারকদের এলসি খোলায় অগ্রাধিকার চেয়ে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয় চিঠিতে উল্লেখ করেছে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিবেদন অনুযায়ী গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চিনি আমদানি কমে গেছে। বাজারে চিনির দাম স্থিতিশীল রাখার জন্য এর সরবরাহ নিশ্চিত
করা প্রয়োজন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড সম্প্রতি এসআরও জারি করে পরিশোধিত ও অপরিশোধিত চিনি আমদানিতে কাস্টম ডিউটি প্রত্যাহার করেছে। একই সঙ্গে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। ফলে তুলনামূলক কম দামে চিনি আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয় মনে করছে, বাজারে মূল্য স্থিতিশীল রাখা ও আসন্ন রমজান উপলক্ষে চিনির চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিতে দ্রুত পরিশোধিত চিনি আমদানির মাধ্যমে সরবরাহ বাড়ানো প্রয়োজন। এ অবস্থায় চিনি আমদানিকারকদের এলসি খোলায় অগ্রাধিকার প্রদান এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

গত তিন মাসে কী পরিমাণ চিনি আমদানি কমেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে তা উল্লেখ না থাকলেও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ৫১ কোটি ৭৯ লাখ ডলার মূল্যমানের চিনি আমদানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭৫ কোটি ৩১ লাখ ডলার। এই হিসাবে এক বছরের ব্যবধানে চিনি আমদানির ব্যয় কমেছে ৩১ দশমিক ১২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে ৭১ হাজার ২৫০ ডলার মূল্যমানের চিনি আমদানির জন্য এলসি খোলা হয়। গত বছরের ফেব্রুয়ারিতে যা ছিল ৮৮ হাজার ১০২ ডলার। এ অবস্থায় রমজানে চিনির সরবরাহ নিশ্চিত করা নিয়ে চিন্তিত বাণিজ্য মন্ত্রণালয়। প্রসঙ্গত, রমজান মাসে বছরের অন্য সময়ের চেয়ে চিনির চাহিদা অনেক বাড়ে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com