পদাবলি

বুকের মধ্যে

প্রকাশ: ১৭ মার্চ ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

শোয়েব সর্বনাম

অভিশপ্ত; বুকের মধ্যে কান পেতেছি, শুনি
একেকটা রাত একেকটা দিন অসহ্য গোঙানি
ভোরের বাতাস দোজখ থেকে নিয়ে আসছে শীত
তোর শরীরে মেখে দিচ্ছে গ্রহের পুরোহিত
অভিশপ্ত, তোর গভীরে ফুটছে আগুন তেজে
সকল অভিশাপের জোনাক তোর করুণ ক্লিভেজে
একেকটা রাত একেকটা দিন অসহ্য গোঙানি
তোর অভিমান শুনতে পেয়েও শুনবে না কেউ জানি।
অভিশপ্ত, বুকের মধ্যে কান পেতেছি, শুনি
তোর গভীরে কাঁদছে না কেউ; ধ্বস্ত, অভিমানী।
এক সরোবর জলের পাশে একটা সবুজ ঘাস
আজ সন্ধ্যায় তোকে নিয়ে লিখবে উপন্যাস।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com