
পদাবলি
উপেক্ষা
প্রকাশ: ১৭ মার্চ ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নাসিমা খান বকুল
একটি রোদমাখা কুয়াশা ভোরের দীর্ঘকায় প্রতীক্ষায়
আমাদের পিপাসিত ঠোঁটে ধোঁয়া ওঠা চায়ের তৃষ্ণায়
খটখটের সময়ের পালে মৃগেল চোখের যে ঝড়
বয়ে যায় নৈকট্যের আশায়; সেখানে অবার্চীন সম্ভাবনা ছিল না
হৃদয়ের সুকোমল বারিধারায় অবগাহনের ঝর্ণা ছিল
উত্তাল ইচ্ছার নদী সাঁতরে কাছাকাছি কাছে যেতে পারিনি
গোলক ধাঁধাঁর মত দিশাহীন আমাদের চরাচর
অকস্মাৎ মূর্ত তুমি কী করে বিমূর্ত হয়ে গেলে
হৃদয়ের যে স্পন্দন প্রেমের গভীরতায় ডোবাত অহর্নিশ,
তা আজ ততোধিক বিপরীত আঘাত করে
কুঠারের ঘায়ের মত বুকের ভিতর, এতটা কেমন করে পারো
যে ফুল তুলে নিয়েছিলে অঞ্জলির মাধুর্যে প্রাণের পর
মুহূর্তে অস্পৃশ্য হলো সেই পূজনীয় ফুল
আমাদের স্বপ্নগুলো গোপন সিন্দুকে থেকে গেল
পুরানো কাগজের মত হলদে, ম্লান, জীর্ন, ফ্যাকাসে ;
স্যাঁতা পড়া কাপড়ের মত সেই স্বপ্নকে রোদ্দুরে মেলি,
ভাবনায় হারাতে থাকি দিগন্তের বিলীয়মান রেখার মত।
সবটুকু ক্ষরিত হৃদয় আড়াল করে বারবার দাঁড়াই
মুখোমুখি নিজেদের। ভাঙা ডানা নিয়ে আমরা
প্রাণপণে উড়তে থাকি রোদ্দুরের ঘ্রাণ লাগিয়ে পাখনায়
ভেজা গন্ধ মুছে জলের; আশা জাগানিয়া সংগীতে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com