
দূরের সাহিত্য
নোবেলজয়ী জাপানি সাহিত্যিক কেনজাবুরোর প্রয়াণ
প্রকাশ: ১৭ মার্চ ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ
--

নোবেল পুরস্কার বিজয়ী কেনজাবুরো ওয়ে ৮৮ বছর বয়সে মারা গেছেন। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ খবর জানিয়েছে। এ জাপানি লেখক তাঁর সমাজ সচেতন উপন্যাস, ছোটগল্প এবং প্রবন্ধের জন্য সাহিত্যে ১৯৯৪ সালে নোবেল পুরস্কার জিতেছিলেন। ওসে গ্রামে জন্মগ্রহণ করা ওয়ে টোকিও বিশ্ববিদ্যালয়ে ফরাসি সাহিত্যে পড়াশোনা করেন। তাঁর প্রথম উপন্যাস ‘নিপ দ্য বাডস, শুট দ্য কিডস’ যখন প্রকাশিত হয়, তখন তাঁর বয়স মাত্র ২৩ বছর। এটি ১৯৫৮ সালে প্রকাশিত হয়।
ছয় বছর পর ওয়ে প্রকাশ করেন ‘আ পারসোনাল ম্যাটার’, যেটি তাঁর অন্যতম বিখ্যাত উপন্যাস। এটি লেখকের নিজ জীবন থেকে অনুপ্রাণিত। একজন ২৭ বছর বয়সী ব্যক্তিকে কেন্দ্র করে গ্রন্থটির কাহিনি আবর্তিত হয়। ওই ব্যক্তি তাঁর শিশুপুত্রের মানসিক ভারসাম্যহীনতা ও সমাজের প্রতিকূলতা মোকাবিলা করছেন। বছরের পর বছর ধরে একের পর এক প্রকাশিত হয় ‘আ কোয়ায়েট লাইফ’, ‘রোস আপ, ও ইয়াং ম্যান অব দ্য নিউ এজ’ এবং ‘সোমারসল্ট, অ্যান্ড দ্য চেঞ্জলিং’।
ওয়ে ১৯৯৪ সালে নোবেল পুরস্কার জিতেছিলেন। তখন সুইডিশ একাডেমি এক বিবৃতিতে জানায়, কাব্যিক শক্তির সাহায্যে তিনি একটি কল্পিত জগৎ তৈরি করেন, যেখানে জীবন এবং কল্পকথা মানুষের বর্তমান দুর্দশার একটি চিত্র নির্মাণ করে।’
ওয়ের ভক্তরা তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন। টুইটারে, লেখক কলিন ডিকি লিখেছেন, ‘সত্যিই বিংশ শতাব্দীর মহান ঔপন্যাসিকদের একজন, শান্তিতে থাকুন, কেনজাবুরো ওয়ে।’ সম্পাদক ম্যাট লি টুইট করেছেন, ‘ওয়ে একজন অসাধারণ ব্যক্তিত্ব। আপনার কাজের জন্য ধন্যবাদ, কেনজাবুরো ওয়ে, বিদায়।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com