হজের নিবন্ধন করা যাবে ২১ মার্চ পর্যন্ত

প্রকাশ: ১৭ মার্চ ২৩ । ০৪:৩৭ | আপডেট: ১৭ মার্চ ২৩ । ০৪:৩৭

সমকাল প্রতিবেদক

বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুকদের জন্য নিবন্ধনের সময় আবারও বাড়ানো হয়েছে। আগামী ২১ মার্চ পর্যন্ত হজের নিবন্ধন করা যাবে। চলতি বছর হজে যেতে নিবন্ধনের শেষ দিন ছিল বৃহস্পতিবার পর্যন্ত। কিন্তু কোটা পূরণ না হওয়ায় নিবন্ধনের সময় চতুর্থবারের মতো বাড়াল সরকার।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

গতকাল রাত পর্যন্ত সরকারি হজ পোর্টালের তথ্যানুযায়ী, মোট ১ লাখ ১০ হাজার ৪৫৫ জন নিবন্ধন করছেন। অর্থাৎ আরও ১৬ হাজার ৭৪৩ জন নিবন্ধন করলে বাংলাদেশের কোটা পূরণ হবে। 

ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে। আগামী ২১ মার্চ হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে অফিস সময়ের পরও প্রস্তুতকৃত ভাউচারের অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ করা হলো।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। এবার সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। উভয় ব্যবস্থাপনায় হজ খরচের সঙ্গে আলাদাভাবে যুক্ত হবে কোরবানির খরচ।

এদিকে হজ ফ্লাইটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমানোর জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সুপারিশের আলোকে গতকাল এ চিঠি পাঠানো হয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী রোববার জানা যাবে। ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে এ খবর নিশ্চিত করেছেন। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com