
টেলিভিশনের পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘রেডিও’
প্রকাশ: ১৭ মার্চ ২৩ । ১৩:২২ | আপডেট: ১৭ মার্চ ২৩ । ২০:৪২
বিনোদন প্রতিবেদক

’রেডিও’ ছবির একটি দৃশ্য
গত মঙ্গলবার চ্যানেল আইতে বিশ্ব প্রিমিয়ার হয় অনন্য মামুন পরিচালিত নতুন চলচ্চিত্র ‘রেডিও’। সেই ছবিটিই আজ মুক্তি পেল প্রেক্ষাগৃহে। অনন্য মামুন জানান, দেশের ৭টির মত হলে রেডিও মুক্তি পেয়েছে আজ।
নির্মাতা জানান, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ছবিটি আজ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে। স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (পুরান ঢাকা), উলকা (গাজীপুর), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মধুবন (বগুড়া) ও সিলভার স্ক্রিন (চট্টগ্রাম) হলগুলোতে আজ থেকে ছবিটি প্রদর্শিত হচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘রেডিও’। বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছেন রিয়াজ, জাকিয়া বারী মম, নাদের চৌধুরী, এলিনা শাম্মী, লুৎফর রহমান জর্জ, প্রাণ রায়, সাইফুল বাবু, ইলমা প্রমুখ।
ছবিটি নিয়ে চিত্রনায়ক রিয়াজ বলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের কারণে জাতি হিসেবে আমরা বঙ্গবন্ধুর কাছে চিরকাল ঋণী থাকবো। সেই ঘটনা তুলে এনে চলচ্চিত্র বানানো সত্যিই প্রশংসার দাবি রাখে। আমার কাছে যখন কাজটির প্রস্তাব আসে কোনোরকম শর্ত ছাড়াই আমি রাজি হই। ছবিটি ৭ মার্চের ঐতিহাসিক আর্কাইভ হয়ে থাকবে আমার কাছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com