
‘ঘাতকরা বঙ্গবন্ধুর প্রাণ কেড়ে নিলেও তার আদর্শ কেড়ে নিতে পারেনি’
প্রকাশ: ১৭ মার্চ ২৩ । ১৫:৪২ | আপডেট: ১৭ মার্চ ২৩ । ১৫:৪২
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
-Pic-01---17-samakal-6414360d2c947.jpg)
ছবি- সমকাল
তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শকে মনেপ্রাণে লালন করে, সেই মানুষগুলো কখনও অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে না।
বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আজ শুক্রবার আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ ম রেজাউল বলেন, বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতেন, মানুষের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু স্বপ্ন ছিল এই দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। আর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করেছেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হাত ধরেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে। তার কন্যার হাত ধরে দেশের অর্থনৈতিক মুক্তি এসেছে। একটি গোষ্ঠী দেশকে পিছিয়ে রাখতে বিদেশিদের পায়ে ধরে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। বাংলার মাটিতে তাদের সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাশের সভাপতিত্বে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ আব্দুল লতিফ।
এর আগে সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নাজিরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা পরিষদের থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শিশুদের নিয়ে কেক কাটেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাশ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, ওসি হুমায়ুন কবীর, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক এসএম নজরুল ইসলাম বাবুল, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com