
বিএনপি বারবার বিদেশিদের হাতে-পায়ে ধরছে: কৃষিমন্ত্রী
প্রকাশ: ১৭ মার্চ ২৩ । ১৬:৩৩ | আপডেট: ১৭ মার্চ ২৩ । ১৬:৩৫
টাঙ্গাইল প্রতিনিধি

বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। ছবি: সমকাল
বিএনপি বারবার বিদেশিদের হাতে-পায়ে ধরছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ‘বিএনপি বারবার বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে, তাদের হাতে পায়ে ধরছে। বিদেশিদের কাছে কাকুতি মিনতি করে বিএনপি সফল হবে না। সংবিধানের বাইরে আমাদের কিছুই করার নেই। বিদেশি শক্তি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তা আমরা মেনে নেব না। তবে বিদেশিরা নির্বাচন আরও সুষ্ঠু ও সুন্দর করতে গঠনমূলক পরামর্শ দিলে তা বিবেচনায় নেওয়া হবে।’
আজ শুক্রবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সরকারি কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এ চিকিৎসাসেবার আয়োজন করে।
এ সময় মন্ত্রী বলেন, ‘একসময় স্বচ্ছ ব্যালট বাক্স ছিল না, সেটা আমরা করেছি। বিএনপি আমলে ভোটার তালিকায় এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিল, সেটি আমরা দূর করেছি। স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিদেশিদের কোনো পরামর্শ ও প্রযুক্তিগত সহযোগিতা থাকে তা বিবেচনায় নেওয়া হবে।’
বিএনপি আগামী নির্বাচনে না এলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, দেশে অনেক দল রয়েছে, তারা নির্বাচনে আসবে। এছাড়া বিএনপির একটি অংশও নির্বাচনে আসতে পারে।
মন্ত্রী আরও বলেন, কোনো ধর্মভিত্তিক দলের সঙ্গে আওয়ামী লীগ জোট গঠন করবে না। তবে তারা আওয়ামী লীগের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করতে পারে, যোগ দিতে পারে।
বিনামূল্যে চিকিৎসাসেবা আয়োজন নিয়ে বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছেন। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আমরা এ চিকিৎসাসেবার আয়োজন করেছি। এর মাধ্যমে গ্রামের গরিব মানুষরা উন্নত চিকিৎসাসেবা পাচ্ছে।’
বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৬০ বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রায় একশ জনের মেডিকেল টিম সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু করে। এ সময় বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। প্রায় পাঁচ হাজারেরও বেশি রোগী এখান থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
এসময় ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসলাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমেদ ফরিদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জরুল ইসলাম তপন প্রমুখ উপস্থিত ছিলেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com