কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করেন ক্রিকেটাররা

প্রকাশ: ১৭ মার্চ ২৩ । ১৬:৪১ | আপডেট: ১৭ মার্চ ২৩ । ১৬:৪১

ক্রীড়া প্রতিবেদক

ছবি- ইউসুফ আলী

সারাদেশে আজ পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন। সমাজের সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর এই দিবসটি পালন করছে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও জাতির পিতার জন্মদিনকে রাষ্ট্রীয় মর্যাদায় 'জাতীয় শিশু দিবস' হিসেবে উদযাপন করা হচ্ছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন সিলেটে। শুক্রবার প্রথম ওয়ানডের আগে সিলেটের মূল মাঠে অনুশীলন করেন সাকিব-তামিম-মুশফিকরা। অনুশীলনের পর কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন ক্রিকেটাররা। কেকে লিখা ছিল, 'জাতি আজ স্মরণ করছে তোমায় বিনম্র শ্রদ্ধায়। তুমি থাকবে চির অমর হয়ে অনিঃশেষ ভালবাসায়।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধঞ্জলি।'

মাঠে অধিনায়ক তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ তারকা ক্রিকেটার থাকলেও এদিন কেক কাটেন দলের সবচেয়ে নবীন সদস্য তৌহিদ হৃদয়। কেক কাটার পর সবাইকে খাইয়ে দেন এ তরুণ।

এদিকে সাকিব ফেসবুকে পোস্ট করেছেন, 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিনের শুভেচ্ছা। আমাদের দেশের স্বাধীনতা ও অগ্রগতিতে আপনার অবদান কখনো ভোলার নয়।'

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ লিখেছেন, 'বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিনের শুভেচ্ছা - আপনার দূরদৃষ্টি, সাহসিকতা এবং বাঙালি জনগণের প্রতি অটুট অঙ্গীকার আমাদের আজও অনুপ্রাণিত করে চলেছে।'

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com