
বাকশাল গঠন ছিল মুক্তি সংগ্রামের প্রতি ভয়াবহ অবিচার: স্বপন
প্রকাশ: ১৭ মার্চ ২৩ । ২০:০১ | আপডেট: ১৭ মার্চ ২৩ । ২০:০১
সমকাল প্রতিবেদক

ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যদিচ্ছেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি-সমকাল
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, একদলীয় শাসন তথা বাকশাল গঠন ছিল রক্তাক্ত মুক্তি সংগ্রামের প্রতি ভয়াবহ অবিচার। স্বাধীনতার পর গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী না করে আওয়ামী লীগ জরুরি অবস্থা জারি করে রাজনৈতিক সংকটকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সর্বশেষ একদলীয় ব্যবস্থা প্রবর্তন করে। জনগণের রাজনীতিকে আইনগতভাবে নিষিদ্ধ করা ছিল একটি স্বাধীন রাষ্ট্রের জন্য খুবই মর্যাদাহানিকর, অপমানজনক ও ক্ষতিকর পদক্ষেপ। আওয়ামী লীগ এখনও একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের রাজনীতিকে ধারণ করছে। দেশ ও জাতি সেই দুঃস্বপ্ন থেকে আজও মুক্ত নয়।
শুক্রবার ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক দিবস উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডি আয়োজিত আলোচনা সভায় শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিকভাবে জনগণের প্রতিনিধিত্বশীল ও অংশীদারত্বমূলক ব্যবস্থা প্রবর্তন, বৈষম্যহীন অর্থনীতি এবং সাংস্কৃতিক ভাবে অসাম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে নতুন জাগরণের প্রয়োজন। মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষায় বাংলাদেশ বিনির্মাণ গণঅভ্যুত্থান অপরিহার্য হয়ে পড়েছে।
জেএসডি'র সহ-সভাপতি এ কে এম মিজান উর রশীদ চৌধুরী এর সভাপতিত্বে এই আয়োজনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দা ফাতিমা হেনা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কাজী আবদুস সাত্তার, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান, আবদুল মুত্তালিব মাস্টার, আনিসা রত্না, আবুল কালাম, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি তৌফিক উজ জামান পীরাচা।
১৯৭৪ সালের এই দিনে জাতীয় সমাজতান্ত্রিক তান্ত্রিক দল কর্তৃক তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে স্মারকলিপি প্রদান কালে রক্ষী বাহিনীর ব্যাপক গুলিবর্ষণে বেশ কয়েকজন নিহত ও আহত হন। এছাড়া মেজর জলিল ও আ স ম আবদুর রবকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়। এই দিনটিকে তখন থেকে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক দিবস হিসেবে পালন করা হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com