আর্জেন্টিনার জালে ব্রাজিলের ৮ গোল

প্রকাশ: ১৭ মার্চ ২৩ । ২১:২২ | আপডেট: ১৭ মার্চ ২৩ । ২১:২৩

স্পোর্টস ডেস্ক

কনমেবল বিচ ফুটবলের কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে ৮-২ গোলে উড়িয়ে দিয়ে আসরটির সেমিফাইনালে পা রেখেছে টুর্নামেন্টটির সফলতম দল ব্রাজিল। গ্রুপ 'এ'-এর শেষ ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। অপরদিকে ব্রাজিলের কাছে হারলেও গ্রুপের রানার্স আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকাতে বিচ ফুটবল খুবই জনপ্রিয়। আর কোপা আমেরিকা তো পুরো বিশ্বে খুব জনপ্রিয়। যার কারণে ২০১৬ সালে বিচ কোপা আমেরিকার উদ্বোধন করা হয়। ২০২৩ সালে চতুর্থ আসরের খেলা চলছে। যেখানে ব্রাজিল, আর্জেন্টিনা ছাড়াও সেমিফাইনাল নিশ্চিত করেছেন প্যারাগুয়ে ও কলম্বিয়া।

ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। পরের দিন (১৯ মার্চ) স্বাগতিক আর্জেন্টিনাখেলবে কলম্বিয়ার বিপক্ষে। 

বিচ ফুটবলের কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন প্যারাগুয়ে। তবে এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দেশ ব্রাজিল। তিনবারের দুইবারই শিরোপা উঁচিয়ে ধরেছে তারা। অন্যদিকে, এখনো শিরোপার স্বাদ পায়নি আর্জেন্টিনা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com