
বঙ্গবন্ধুর জন্মদিনে শিবগঞ্জে তাঁতী লীগের আনন্দ র্যালি
প্রকাশ: ১৭ মার্চ ২৩ । ২২:৫৩ | আপডেট: ১৭ মার্চ ২৩ । ২৩:০৫
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলা তাঁতী লীগের ব্যানারে শিবগঞ্জ বাজার থেকে একটি আনন্দ র্যালি বের হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আনন্দ র্যালিটি উপজেলা পরিষদ সংলগ্ন মুজিব মুর্যাল চত্বরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা তাঁতী লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান।
এ সময় উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারিবুল হক রাজিন ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবুসহ তাঁতী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিবের বাসভবন প্রাঙ্গণে জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং দোয়া-মোনাজাত হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com