‘সলিড গোল্ড’ বানাতে চান ফারুকী

প্রকাশ: ১৮ মার্চ ২৩ । ০১:০২ | আপডেট: ১৮ মার্চ ২৩ । ০১:৩৪

অনলাইন ডেস্ক

মোস্তফা সরয়ার ফারুকী- ফাইল ছবি

চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বেশকিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন। এ ছাড়া ‘ব্যাচেলর’ চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি লেখক আনিসুল হকের সঙ্গে বেশ কয়েকটি নাটকের কাজ করেছেন। এবার এই পরিচালক একটি ওয়েব সিরিজ তৈরির কথা জানালেন।

শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছেন ফারুকী।

তিনি লেখেন, ‘‘সলিড গোল্ড’ নামে একটা ওয়েব সিরিজ করতে চাই।’

তিনি আরও লেখেন, ‘দুবাই এয়ারপোর্টে বসে বসে ফ্যাসিনেটিং সব রিপোর্ট পড়তে পড়তে এই আমার সিদ্ধান্ত!’

এই স্ট্যাটাসে ফারুকী ট্যাগ দেন, ‘বাংলাদেশ ইজ আ ল্যান্ড অব স্টোরিজ।’

ফারুকীর এই স্ট্যাটাসে রায়েদ মোর্শেদ নামে একজন কমেন্ট করেছেন, ‘আবারও সেন্সর বোর্ড আটকে দেবে। বলবে বিমানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’

ওই ব্যক্তির কমেন্টের জবাবে ফারুকী বলেন, ‘এই গল্পটা বিমানের না বোধ হয়, বেইমানের হইতে পারে!’

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com