
ফকিরাপুলে বাসা থেকে সাংবাদিকের লাশ উদ্ধার
প্রকাশ: ১৮ মার্চ ২৩ । ০১:২৯ | আপডেট: ১৮ মার্চ ২৩ । ০১:২৯
সমকাল প্রতিবেদক

প্রতীকী ছবি
রাজধানীর ফকিরাপুল এলাকার একটি বাসা থেকে গিয়াস উদ্দিন চৌধুরী (৫৯) নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ‘স্বাধীন মত’ নামে একটি পত্রিকায় কাজ করতেন।
শুক্রবার বিকেলে ফকিরাপুলের ৭১/১ নম্বর আফরোজা ভবনের সাত তলার বাসায় তাঁর মরদেহ পাওয়া যায়। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।পুলিশের ধারণা, অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়।
মতিঝিল থানার এসআই মাজহারুল ইসলাম জানান, বাসায় একা থাকতেন গিয়াস উদ্দিন। সেখানে এক নারী তাঁকে খাবার দিয়ে যেতেন। তিনি শুক্রবার দুপুরে খাবার দিতে গিয়ে দেখেন, আগের রাতে দেওয়া খাবার তেমনি পড়ে আছে। বৃহস্পতিবার রাতে তাঁকে যেভাবে ‘ঘুমন্ত’ দেখে গেছেন, তখনও তেমনি আছেন। সন্দেহ হওয়ায় তিনি ডাকাডাকি করেন, তবে সাড়া পাননি। তখন তিনি বুঝতে পারেন, গিয়াস মারা গেছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এসআই মাজহারুল আরও জানান, গিয়াসের গ্রামের বাড়ি চট্টগ্রামে। তাঁর স্ত্রী-সন্তান সেখানেই থাকেন। তিনি হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর বাবার নাম ওসমান গনি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com