পুতিন আদৌ আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির হবেন?

প্রকাশ: ১৮ মার্চ ২৩ । ০৮:৫৮ | আপডেট: ১৮ মার্চ ২৩ । ১১:২২

অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এ প্রশ্ন চারিদিকে ঘুরপাক খাচ্ছে, পুতিন আদৌ ওই আদালতে যাবেন কি না। বলা হচ্ছে, পরোয়ানা হয়তো বিচার শুরুর একটি পদক্ষেপ মাত্র। তবে যা পরিস্থিতি, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে গ্রেপ্তার করাটা অনেকটাই অসম্ভব। খবর: আলজাজিরা’র।

যদি বিচার হয়ও। আইসিসির আগের মামলাগুলোর রায় থেকে জানা যায়, শীর্ষস্থানীয় এমন কারও সাজা দেওয়ার ঘটনা বিরল। গত দুই দশকেরও বেশি সময়ে, আইসিসি মাত্র পাঁচটি অপরাধের মামলায় শাস্তিসমেত রায় দিয়েছে। তবে অপরাধী প্রমাণিতদের একটিও শীর্ষস্থানীয় কেউ নন।

কিন্তু আইসিসির তদন্ত কার্যক্রমই একমাত্র হাতিয়ার নয়। যুদ্ধাপরাধের মামলা ইউক্রেনের আদালতেও চলতে পারে। অনেক দেশেই নিজেদের আদালতে যুদ্ধাপরাধের তদন্ত-বিচার হয়েছে এবং হচ্ছে। 

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিচার করতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা রয়েছে, কারণ আইনি বাধ্যবাধকতার ফলেই আইসিসির এই বিষয়ে এখতিয়ার নেই।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com