বিশ্বের প্রথম এবং বড় সুপারশপ যুক্তরাষ্ট্রে

প্রকাশ: ১৮ মার্চ ২৩ । ০০:০০ | আপডেট: ১৮ মার্চ ২৩ । ১০:১০ | প্রিন্ট সংস্করণ

সমকাল প্রতিবেদক

রহিমআফরোজ কোম্পানির উদ্যোগে বাংলাদেশে প্রথম সুপারশপ আগোরা চালু হয় ২০০১ সালে। প্রথম সুপারশপটি স্থাপিত হয় ধানমন্ডিতে তৎকালীন রাইফেলস স্কয়ারে (বর্তমানে সীমান্ত স্কয়ার)।

১৯৬৬ সালে প্রতিবেশী দেশ ভারতের দিল্লিতে চালু হয় সে দেশের প্রথম সুপারমার্কেট। তবে বিশ্বের প্রথম সুপারশপটি প্রতিষ্ঠা হয় ১৯৬৩ সালে। হ্যারি এবারলিন নামের একজন ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোতে সান বার্নার্ডিনো রেসিং ইকুইপমেন্ট ইনকরপোরেশন নামে সুপারশপ খোলেন। ১৯৭৭ সালে নাম বদলে রাখেন সুপারশপ ইনকরপোরেশন।

তবে এ সুপারশপ প্রতিষ্ঠার ৪৭ বছর আগে ক্লারেন্স সন্ডার্স নামে এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে ১৯১৬ সালের সেপ্টেম্বরে পিগলি উইগলি নামে বিশ্বের প্রথম সেলফ সার্ভিস সুপারমার্কেট খুলে বসেন, যেখানে ক্রেতাই এক দোকানে ঘুরে ঘুরে প্রয়োজনীয় সব পণ্য নিজেই বাছাই করে প্রয়োজন মতো তুলে বাস্কেট ভরার সুযোগ পান। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সুপারশপটি হলো মেসিস হেরাল্ড স্কয়ার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হেরাল্ড স্কয়ারে অবস্থিত এ সুপারশপটি আড়াই লাখ বর্গফুটের জায়গায় পণ্যসম্ভার সাজিয়ে রাখে ক্রেতার জন্য। এর মধ্যে সাড়ে ১২ লাখ বর্গফুট জায়গা নিয়ে খুচরা পণ্য বিক্রি হয়। বাংলাদেশে সুপারশপগুলোর মধ্যে সবচেয়ে বড় জায়গা নিয়ে আউটলেট স্থাপন করেছে ইউনিমার্ট। গুলশান-২ ইউনিমার্ট আউটলেটটি ৪০ হাজার স্কয়ার ফুট জায়গা নিয়ে অবস্থিত।

তবে যমুনা গ্রুপের যমুনা ফিউচার পার্কে অবস্থিত হোলসেল ক্লাব নামের হাইপার মার্কেটটি প্রথমে দেড় লাখ বর্গফুট জায়গা নিয়ে স্থাপন করা হলেও এখন তা ২ লাখ বর্গফুট ছাড়িয়েছে বলে জানা গেছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com