আইরিশদের বিপক্ষে যে একাদশে নামতে পারে বাংলাদেশ

প্রকাশ: ১৮ মার্চ ২৩ । ১০:১৮ | আপডেট: ১৮ মার্চ ২৩ । ১০:১৮

স্পোর্টস ডেস্ক

ছবি: ইউসুফ আলী (সিলেট থেকে)

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। যা যেকোনো ফরম্যাটে ইংলিশদের বিপক্ষে প্রথম। সেই সুখস্মৃতির রেশ কাটতে না কাটতেই আবারও মাঠের লড়াইয়ের সামনে লাল-সবুজের জার্সিধারীরা। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

১৫ বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড। এই কন্ডিশনে অনভ্যস্ত আইরিশদের বিপক্ষে স্পোর্টিং উইকেটে নিজেদের সামর্থ্য পরখ করে নিতে চাইছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আর নতুন চ্যালেঞ্জের জন্য উন্মুখ হয়ে আছে আইরিশরা। 

তবে আয়ারল্যান্ডকে মোটেও সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভীষণ সতর্ক তিনি, ‘খুবই ভয়ংকর দল। আয়ারল্যান্ডকে আমরা ইংল্যান্ডের মতোই সমীহ করছি। আমরা আয়ারল্যান্ডকে মোটেও হালকাভাবে নিচ্ছি না। ইংল্যান্ডের বিপক্ষে আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম; তাদের বিপক্ষেও আমাদের মানসিকতা একই। আমরা তাদের সম্মান করি। তাই বলে আমরা কোনো দলকে ভয় পাই না। যে কোনো দলের বিপক্ষে এটাই আমাদের মন্ত্র। আমরা যখন নিজেদের সেরা খেলাটা খেলি, তখন যে কোনো দলকেই হারাতে পারি।’

আয়ারল্যান্ডের বিপক্ষে যে রান উৎসব হতে পারে– সে ইঙ্গিতও মিলেছে হাথুরুর কথাতেই, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো মনে হচ্ছে। তবে পেসার ও স্পিনারদের জন্যই পর্যাপ্ত সুবিধা থাকবে। আমার মনে হয়, ব্যাট-বলে ভালোই লড়াই হবে।’ 

যদিও বাংলাদেশ দলের একাদশ নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। হালকা জ্বর থাকায় অধিনায়ক তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। কোনো কারণে তামিম খেলতে না পারলে লিটন নেতৃত্ব দেবেন। গতকাল অনুশীলনে ফুটবল খেলার সময় অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ চোখে আঘাত পেয়েছেন। সিটি স্ক্যান রিপোর্ট যদিও ভালো এসেছে, তবে আজ তার মাঠে নামা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এদিকে দুবাই থেকে ফিরে সাকিব আল হাসান গতকাল পুরোদমে অনুশীলন করেছেন। অবশ্য পুরো দল ম্যাচ খেলার মধ্যে ছিল বলে অনুশীলন নিয়ে চিন্তা করছেন না কোচ।

আয়ারল্যান্ডের বিপক্ষে রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখতে চায় বাংলাদেশ। তাই বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে বলে জানা গেছে। তাই বলে সিরিজ জয় থেকে চোখ সরছে না বাংলাদেশ কোচের। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সুযোগ হতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা তৌহিদ হৃদয়ের। এছাড়াও এ সিরিজে তাইজুল ইসলাম না থাকায় দলে অনেকটাই জায়গা পাকা নাসুম আহমেদের। 

আইরিশদের বিপক্ষে পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষে। দু’দল এখন পর্যন্ত ১০টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয় ৭টি। আয়ারল্যান্ড জিতেছে ২টি এবং একটি ম্যাচ পরিত্যক্ত। আরও একটি বিষয় হলো, গত এক যুগ ধরে ওয়ানডেতে বাংলাদেশকে হারাতে পারেনি আইরিশরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন/ইয়াসির আলী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন/হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com