
চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার
প্রকাশ: ১৮ মার্চ ২৩ । ১২:০৮ | আপডেট: ১৮ মার্চ ২৩ । ১২:৪৩
গাজীপুর প্রতিনিধি

মাহিয়া মাহি
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাসহ দুই মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সৌদি আরব থেকে দেশে ফেরার পর আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
তিনি জানান, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে শুক্রবার রাতে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এ ছাড়া জমি দখলের অভিযোগে মাহি ও তার স্বামীর বিরুদ্ধে আরেকটি মামলা করেন গাজীপুর মহানগরের দিঘির চালা গ্রামের হাজি নূরুর ছেলে ইসমাইল হোসেন।
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে ইসমাইল হোসেন সংবাদ সম্মেলন করে তার জমি জবরদখলের অভিযোগ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তাঁর স্বামী রকিব সরকারের বিরুদ্ধে। এর আগে ওমরাহ করতে স্বামীর সঙ্গে সৌদি আরবে থাকা অবস্থায় শুক্রবার ভোরে মাহি ফেসবুক লাইভে এসে দাবি করেন, তাঁর স্বামীর গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুর হয়েছে।
তবে বিকেলে করা সংবাদ সম্মেলনে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্বদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের ওই শোরুমের জমি ও স্থাপনা নিজের বলে দাবি করেন ইসমাইল হোসেন।
মাহিয়া মাহি তাঁর ফেসবুক লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে দেড় কোটি টাকা ঘুষ নিয়ে ওই জমি জবরদখলে সহযোগিতার অভিযোগ তোলেন। এর জেরে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে মাহি ও তাঁর স্বামী রকিবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম সমকালকে বলেন, ‘ফেসবুকে চিত্রনায়িকা মিথ্যা কথা বলে মানুষের সহানুভূতি নেওয়ার অপচেষ্টা করেছেন। পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করে পুলিশকে বিতর্কিত করার জন্য রকিব তাঁর স্ত্রীকে মিশনে নামিয়েছেন। অথচ মাহি বা তাঁর স্বামীর জমিসংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমার কাছে আসেননি।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com