
ডাচ-বাংলার টাকা ছিনতাই
সাড়ে ৮৭ লাখ টাকাসহ আরও একজন গ্রেপ্তার
প্রকাশ: ১৮ মার্চ ২৩ । ১৩:২০ | আপডেট: ১৮ মার্চ ২৩ । ১৩:৪১
সমকাল প্রতিবেদক

গ্রেপ্তার সোহেল রানা। ছবি-সমকাল
রাজধানীর উত্তরায় ডাচ-বাংলা ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা লুটের ঘটনায় সোহেল রানা নামে আরও এক পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮৭ লাখ ৫০ হাজার টাকা ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
শনিবার ডিবির অতিরিক্ত উপ কমিশনার সাইফুল ইসলাম জানান, শুক্রবার সাভারের হেমায়েতপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, সাইফুল আগে মানি প্লান্ট লিংক সিকিউরিটিজ কোম্পানিতে গাড়ি চালক হিসেবে কাজ করত। সে ওই প্রতিষ্ঠানের টাকা সরবরাহের বিষয়ে সব কিছু জানত। তাই তার জন্য কাজটি সহজ হয়ে যায়।
এর আগে তিন মূল পরিকল্পনাকারীর মধ্যে আকাশকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে তুরাগ থানাধীন দিয়াবাড়ী ১১ নম্বর সড়কে ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই ৩ কোটি ৮৯ লাখ টাকা উদ্ধার করা হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com