অনুরোধ আর স্পন্সরশিপ জোগাড় করে গান প্রকাশ সম্ভব নয়: মাকসুদ

প্রকাশ: ১৮ মার্চ ২৩ । ০০:০০ | আপডেট: ১৮ মার্চ ২৩ । ১৩:৫১ | প্রিন্ট সংস্করণ

এমদাদুল হক মিলটন

মাকসুদুল হক। ব্যান্ড সংগীতশিল্পী। সংগীতজীবনের ৪৫ বছর উপলক্ষে আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত হবে ‘মাকসুদ ফোরটিফাইভ ইয়ারস ইন মিউজিক’। প্রেম, দ্রোহ, আরাধনা, সামাজিকতা– গানের নানা ধাঁচ ও আমেজে তিনি মজিয়ে রেখেছেন আজও। কথা হলো তাঁর সঙ্গে–

গানে গানে ৪৫ বছর। দীর্ঘ এ পথচলাকে কীভাবে দেখছেন?

একজন শিল্পীর কর্মজীবনের ৪৫ বছর খুব সহজে আসে না। জীবনের একটি পর্যায়ে এসে পৌঁছলাম। এত বছর পার করেছি তা ভাবতেই অবাক লাগে। ১৯৭৮ সালে ফিডব্যাকে যোগ দিয়েছিলাম। সেই হিসেবে চলতি বছর আমার ৪৫ বছর হলো। সংগীতজীবনে নানা চড়াই-উতরাই গেছে। ফিডব্যাক ছেড়ে ১৯৯৬ সালে প্রতিষ্ঠা করি নিজের ব্যান্ড ‘মাকসুদ ও ঢাকা’। শ্রোতারা আমাকে সাপোর্ট দিয়েছেন। দীর্ঘ যাত্রায় যাঁরা সঙ্গী হয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

‘মাকসুদ ফোরটিফাইভ ইয়ারস ইন মিউজিক’ আয়োজনটি নিয়ে বলুন।

গান ও কথামালা দিয়েই সাজানো হয়েছে আয়োজনটি। ৭০, ৮০ ও ৯০-এর দশকের ভালো ভালো গান নিয়ে শ্রোতাদের সামনে আসব। পাশাপাশি জীবনের গল্পও শোনাব শ্রোতাদের। এ ছাড়া ব্যান্ড মাইলস, ফিডব্যাক, ওয়ারফেজ, দলছুট ও পেন্টাগন গান পরিবেশন করবে।

দীর্ঘ ক্যারিয়ারে অনেক গান গেয়েছেন। কোন গানটির জন্য শ্রোতাদের বেশি অনুরোধ পেয়েছেন?

সংগীতজীবনে ‘মেলায় যাইরে’ গানটির অনুরোধ বেশি পেয়েছি। এ ছাড়া ‘মৌসুমী’ ও ‘জীবন জ্বালাও’ গান দুটিও শুনতে চান শ্রোতারা।

দেশের ব্যান্ডসংগীতের সার্বিক অবস্থা কেমন মনে হয়?

ভালো সময় চলছে। অনেক ব্যান্ড সৃষ্টি হচ্ছে। কনসার্ট বেড়েছে। রক ফেস্টিভ্যাল হচ্ছে। আমরা যখন শুরু করি তখন এত দল ছিল না। গানের জন্য যন্ত্রপাতি পাওয়া যেত না। গিটারের তার ছিঁড়ে গেলে অপেক্ষা করতে হতো। কেউ বিদেশে গেলে তাকে অনুরোধ করে যন্ত্রপাতি আনতাম। ধার করে শো চালাতাম। এ অবস্থা এখন আর নেই। আমরা বাংলা গানকে ধ্বংস করছি, মেলোডি নষ্ট করে দিয়েছি– এ রকম অভিযোগও শুনতে হয়েছে। সেগুলো থেকে আমরা উঠে এসেছি।  

ইউটিউবে অনেকেই গান প্রকাশ করছেন। আপনি কি ইউটিউববিমুখ–

বিষয়টি আসলে সে রকম নয়। ইউটিউবের জন্য গান করার মতো সামর্থ্য আমার নেই। ক্যারিয়ারের এই সময়ে এসে মানুষের কাছে অনুরোধ করে স্পন্সরশিপ জোগাড় করে গান সম্ভব নয়। আর যেহেতু এখন অ্যালবাম হয় না। তাই ব্যান্ডের নতুন গান ফোরটিফাইভ রিলিজ করার কথা ভাবছি।
নতুন শিল্পীদের নিয়ে ...
নুতন শিল্পীরা ভালো ভালো গান করছে। টিভিতে যখন তাদের গান শুনি, লাইভে উৎসাহ দিই। ইউটিউবে তাদের অনেক কাজই চোখে পড়ছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com