
মাহিকে কারাগারে প্রেরণ, প্রতিবাদ জানালেন তিন নির্মাতা
প্রকাশ: ১৮ মার্চ ২৩ । ১৭:১৪ | আপডেট: ১৮ মার্চ ২৩ । ১৭:১৪
বিনোদন প্রতিবেদক

শিহাব শাহীন, আশফাক নিপুণ ও রনি
ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। যে আইনটির বিপক্ষে শুরু থেকেই অনেকেই সমালোচনা করে আসছেন। এবার এই আইনে দেশের এই অভিনেত্রী গ্রেপ্তার হওয়ায় অনেকেই সরব হয়েছেন।
মাহিয়া মাহিকে এই আইনের ধারায় গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে আইনটির বাতিল চেয়েছেন ‘মহানগর’এর নির্মাতা আশাফক নিপুণ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিপুণ লিখেছেন, ‘ডিজিটাল সিকিউরিটি আইনে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতারে নিন্দা। অবিলম্বে এই আইন বাতিল করতে হবে।’
নির্মাতা শিহাব শাহীন মাহিকে গ্রেপ্তারের বিষয়টি দেখছেন ভিন্নদৃষ্টিতে। তিনি লিখেছেন, ‘আরাভ খান (দুবাইয়ে পালিয়ে থাকা পুলিশ সদস্য হত্যা মামলার আসামি) থেকে দৃষ্টি সরে যাবে সবার। মাহিকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাই।’
অন্যদিকে নির্মাতা রেদওয়ান রনি মাহিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাসে লেখেন ‘মাহিয়া মাহিকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অবিলম্বে বাতিল করতে হবে।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com