
ইমরান খানের শুনানি হচ্ছে না: আদালত
প্রকাশ: ১৮ মার্চ ২৩ । ১৮:৪২ | আপডেট: ১৮ মার্চ ২৩ । ১৮:৪২
অনলাইন ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি
তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তান তেহরিকই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে শুনানি হচ্ছে না। আজ শনিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাফর ইকবাল এ তথ্য জানিয়েছেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাফর ইকবাল বলেন, ইসলামাবাদ জুডিশিয়াল কমপ্লেক্সের বাইরে পিটিআইয়ের চেয়ারম্যানের উপস্থিতিকে হাজিরা হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে তাকে আদালত প্রাঙ্গণ ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে, তোশাখানা দুর্নীতি মামলার শুনানি করার মতো অবস্থা নেই। হাজিরা নেওয়ার পর তাদের আদালত প্রাঙ্গণ ত্যাগ করা উচিত। তবে তাদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ বা টিয়ারগ্যাস নিক্ষেপের দরকার নেই। আজ আর শুনানি হচ্ছে না।’
এ দিকে আদালতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন পাকিস্তান তেহরিকই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁকে ১৫ মিনিট ধরে আদালত প্রাঙ্গণের বাইরে আটকে রাখা হয় বলে এক অডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন।
গণমাধ্যমে প্রকাশিত একটি অডিও বার্তায় ইমরান খান বলেন, ‘আমি বিচারিক আদালতের বাইরে ১৫ মিনিট ধরে অপেক্ষা করছি এবং প্রবেশের চেষ্টা করছি। কিন্তু আমাদের লক্ষ্য করে টিয়ারগ্যাস নিক্ষেপ করা হচ্ছে এবং চেকপয়েন্ট তৈরি করা হয়েছে। আমি আদালতে পৌঁছাতে চাই। কিন্তু আমাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com