৭৫ রানে অলআউট যুবারা, আফগানদের কাছে বিশাল হার

প্রকাশ: ১৮ মার্চ ২৩ । ১৯:০১ | আপডেট: ১৮ মার্চ ২৩ । ১৯:০১

স্পোর্টস ডেস্ক

ছবি: এসিবি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ জাতীয় দল। 

অন্যদিকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ত্রিদেশীয় সিরিজে আফগান যুবাদের বিপক্ষে পঞ্চাশ ওভারের ম্যাচে ২২.৫ ওভারে ৭৫ রানে অলআউট হয়েছে। 

জবাব দিতে নেমে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল তিন উইকেট হারালেও ৯.৫ ওভারে জয় তুলে নিয়েছে।  

 আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। একের পর এক হারাতে থাকে উইকেট। ওপেনার আশিকুর রহমান শিবলি ১৬ রান করেন। মিডল অর্ডারে ওয়াসি সিদ্দিক করেন ১২ রান।   

ছোট লক্ষ্য পেয়ে আফগানিস্তানের তিনে নামা সোহাইল খান ৩৩ এবং পাঁচে নামা হারুন খান ২১ রান করে দলকে জেতান। 

আফগানদের হয়ে বাশির আহমেদ আফগান চারটি, কামরান হোটাক তিনটি এবং খালিল আহমেদ দুই উইকেট নেন। বাংলাদেশের হয়ে রহনাত বর্ষণ নেন তিন উইকেট।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com