ইরাককে হারিয়ে কাবাডিতে গ্রুপসেরা বাংলাদেশ

প্রকাশ: ১৮ মার্চ ২৩ । ১৯:৩৮ | আপডেট: ১৮ মার্চ ২৩ । ১৯:৩৮

ক্রীড়া প্রতিবেদক

ছবি: সংগৃহিত

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা পাঁচ জয় পেল বাংলাদেশ। পোল্যান্ড ও আর্জেন্টিনাকে হারিয়ে জয় যাত্রা শুরু হয় বাংলাদেশের। এরপর নেপাল ও ইংল্যান্ডকে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। শনিবার ইরাককে হারিয়েছে ৪৯-৩৩ ব্যবধানে।

পল্টনের শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে দুর্দান্ত এই জয়ে পাঁচ ম্যাচ থেকে দশ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল স্বাগতিকরা।    

ইরাককে হারানো ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন অধিনায়ক তুহিন তরফদার। তার হাতে ম্যাচ সেরার ট্রফি তুলে দেন শেলটক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ তমাল। 

বাংলাদেশে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত ম্যাচ সেরার প্রাইজমানি তুলে দেন অধিনায়কের হাতে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান শেলটেকের ব্যবস্থাপনা পরিচালককে সম্মাননা স্মারক উপহার দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকতা হাবিবুর রহমান।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com