
‘বঙ্গবন্ধুকে হত্যার সময় আ. লীগের বড় বড় নেতারাও ইঁদুরের গর্তে লুকিয়েছিলেন’
প্রকাশ: ১৮ মার্চ ২৩ । ২০:১২ | আপডেট: ১৮ মার্চ ২৩ । ২০:১২
নারায়ণগঞ্জ প্রতিনিধি

বঙ্গবীর কাদের সিদ্দিকী। ফাইল ছবি
বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘গামছার দল করি বলে নৌকাওয়ালারা ভাইবেন না বঙ্গবন্ধু সবখানি আপনার। বঙ্গবন্ধু যখন মারা যান, তার তিন ছেলেকে যখন মেরে ফেলা হয়, অনেক বড় বড় আওয়ামী লীগ নেতারা তখন ইঁদুরের গর্তে লুকিয়েছিলেন। আমি বলেছিলাম বঙ্গবন্ধুকে ওরা নির্বংশ করতে পারেনি, বঙ্গবন্ধু হত্যার বদলা আমি নেবই নেব। যদি প্রতিবাদ না করতাম শামীম-আইভীও বাঁচত কিনা জানি না। তাই একটু ভেবে চিন্তে কথা বলবেন।’
আজ শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে কৃষক শ্রমিক জনতা লীগের কর্মীসভায় তিনি এসব কথা বলেন। কৃষক শ্রমিক জনতা লীগ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা, বেগম নাছরিন কাদের সিদ্দিকী প্রমুখ।
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আজ দেশের অবস্থা একেবারেই ভাল না। আমাদের বিএনপির একজন নেতা, ভাল মানুষও বলা যায় তাকে। তিনি হঠাৎ কেন যেন বলে বসলেন বাংলাদেশ থেকে পাকিস্তান ভাল ছিল। যে বাংলাদেশের জন্য আমি রক্ত দিয়েছি, সত্যিকারের রক্ত। কারও যদি মনে হয় বাংলাদেশের চাইতে পাকিস্তান ভাল ছিল, তার এক মুহূর্ত বাংলাদেশে থাকার দরকার কি। তুমি পাকিস্তানে গিয়ে নাচানাচি করো।’
বঙ্গবীর বলেন, ‘আরেকজন বলেছেন হঠাৎ বাংলাদেশ হয়েছে। বাংলাদেশ না হলে আপনি চায়ের দোকানেও কাজ করতে পারতেন না। বাংলাদেশ হওয়ায় বহু মানুষের তেল হয়েছে। এ দেশটাকে বাঁচাতে হবে। এখানে আসার সময় চমৎকার লেক দেখলাম। আমি নারায়ণগঞ্জে কোন দুর্গন্ধ দেখতে চাই না।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com