
মুজাহিদুল ইসলাম সেলিম বললেন
‘সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথা’ এমন অবস্থায় দেশ
প্রকাশ: ১৮ মার্চ ২৩ । ২১:৪৩ | আপডেট: ১৮ মার্চ ২৩ । ২১:৪৩
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

মুজাহিদুল ইসলাম সেলিম (ফাইল ফটো)
দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথা– দেশ এমন অবস্থায় রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে দেশকে মুক্তিযুদ্ধের চার নীতিতে ফিরিয়ে আনতে হবে। এটাই এখন প্রধান কর্তব্য।
শনিবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সিপিবির সদ্য প্রয়াত সভাপতি শাহরিয়ার মো. ফিরোজের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
সিপিবির জেলা সভাপতি সৈয়দ মো. জামালের সভাপতিত্বে বক্তব্য দেন জাসদের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন সাঈদ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কাজী মাসুদ আহমেদ, জেলা সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজুর রহমান ওলিও প্রমুখ।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মুক্তিযুদ্ধে জনগণের যে অর্জন ছিল, তা হাতছাড়া হয়ে গেছে। গণবিপ্লবের মাধ্যমে সেই অর্জন আবার ফিরিয়ে আনতে হবে। তিনি বর্তমান দ্বিদলীয় ধারার বিপরীতে বাম বিকল্প গড়ে তুলতে বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শাহরিয়ার ছিলেন আজীবন বিপ্লবী। মানবমুক্তির জন্য তিনি আমরণ সংগ্রাম করে গেছেন।
শাহরিয়ারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরেন শহর সিপিবি নেতা অসীম কুমার বর্ধন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com