
মানুষ এখন ব্যাংকে টাকা রাখতেও ভয় পায়: সেলিমা রহমান
প্রকাশ: ১৮ মার্চ ২৩ । ২২:০৯ | আপডেট: ১৮ মার্চ ২৩ । ২২:০৯
রংপুর অফিস

রংপুরে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ছবি: সমকাল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, মানুষ নিঃস্ব হয়ে গেছে। ব্যাংকে টাকা রাখতে ভয় পাচ্ছে, ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে। কেননা ব্যাংক এখন আর নিরাপদ নয়। হাজার হাজার পিকে হালদার ব্যাংকের টাকা লুট করছেন। পিকে হালদার ১০ হাজার কোটি টাকা লুট করেছেন, দুদক কিছু করতে পারিনি। বেসিক ব্যাংকের বাচ্চুকেও কিছু করতে পারিনি। একের পর এক লুট হয়েছে, দুর্নীতি হয়েছে। এ অবৈধ সরকার কিছুই করতে পারিনি।
আজ শনিবার বিকেলে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে ১০ দফা দাবিতে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেন, ‘এই অবৈধ সরকারের আমলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচন চাই। এজন্য আমাদের আরও বেশি সোচ্চার থাকতে হবে।’
তিনি আরও বলেন, বর্তমান সরকারের সঙ্গে নাকি ভারত সরকারের রক্তের সম্পর্ক। অথচ তিস্তা নদীর পানি আজ পর্যন্ত আনতে পারিনি। বরং ভারত সরকার তিস্তা নদীতে দুটি খাল খনন করছে। সরকার আরও একটি প্রকল্পের জন্য চুক্তি করছে, সেই চুক্তির মাধ্যমে দেশকে কুয়ার মধ্যে ফেলার পরিকল্পনা আঁটছে তারা।
রংপুর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডরে সঞ্চালনায় বক্তব্য দেন বিশেষ অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com