
জনগণ এই অবৈধ সরকারের পতন দেখতে চায়: নজরুল ইসলাম খান
প্রকাশ: ১৮ মার্চ ২৩ । ২২:২৩ | আপডেট: ১৮ মার্চ ২৩ । ২২:২৬
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে নজরুল ইসলাম খাঁন। ছবি: সমকাল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণ এই অবৈধ সরকারের পতন দেখতে চায়। এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। তারা মানুষের মনের ভাষা এবং কষ্ট বোঝার চেষ্টা করে না। তাই তারা জোর করে ক্ষমতা দখল করে রাখতে চায়। তবে তাদের দিন শেষ। শিগগিরই এই অবৈধ সরকারের পতনে একদফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
আজ শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান সরকারের সমালোচনা করে বলেন, দ্রুতই নির্বাচনী কালো আইন বাতিল করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, পদত্যাগ করুন। আওয়ামী লীগের পাতানো নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের হাতে দেশের জনগণ এখন জিম্মি। আওয়ামী লীগ সরকার নিজেদের লোক দিয়ে ব্যবসার নামে দেশের অর্থ লোপাট করে বিদেশে পাচার করছে।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা প্রস্তুত থাকুন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখনই সরকার পতনের ডাক দিবে তখনই দূর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাঈদ, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ দে, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com