‘সাকিব ব্রিলিয়ান্ট, হৃদয় ইমপ্রেসিভ, মুশি মেড ডিফরেন্স’

প্রকাশ: ১৮ মার্চ ২৩ । ২২:৩৪ | আপডেট: ১৮ মার্চ ২৩ । ২৩:০৮

স্পোর্টস ডেস্ক

ছবি: এএফপি

ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতে পারেনি সফরকারী আয়ারল্যান্ড। বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে নিজেদের সর্বোচ্চ ৩৩৮ রান করেছে। বল হাতে আইরিশদের ৩০.৫ ওভারে ১৫৫ রানে অলআউট করেছে। এরপর তুলে নিয়েছে ১৮৩ রানের অসাধারণ জয়। 

দলের রেকর্ড রানে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয় এবং মুশফিকুর রহিম। বল হাতে পেসার এবাদত হোসেন ও তাসকিন আহমেদ আগুন ঝরিয়েছেন। সুযোগ পাওয়া নাসুম আহমেদ ঘূর্ণির জাদু দেখিয়েছেন। 

ম্যাচ শেষে অধিনায়ক তামিম তাদের প্রশংসা করেছেন, ‘অসাধারণ ব্যাটিং হয়েছে। প্রথম ২০ ওভার ব্যাটিং করা সহজ ছিল না। সাকিব ব্যাট হাতে অসাধারণ (ব্রিলিয়ান্ট) ছিল, হৃদয়ও দারুণ খেলেছে। মুশফিকুর রহিম (২৬ বলে ৪৪) ব্যাট হাতে পার্থক্য গড়ে দিয়েছে।’ 

বোলারদের প্রশংসা করে তামিম বলেছেন, ‘(ফ্লাড) ফাইটের নিচে বোলররা খুবই ভালো করেছেন। স্পোর্টিং উইকেটে খেলা আমাদের জন্য ভালোই হয়েছে। এভাবে খেললে আমরা ভালো করবো। যেভাবে এবাদত বোলিং করেছে দেখা ছিল খুবই আনন্দের। নাসুমের কথাও বলতে হবে। খুব বেশি ওয়ানডে খেলার সুযোগ পায়নি সে, তবে যখনই খেলেছে ভালো করেছে।’

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com